বেশ কয়েক দিন ধরেই অভিযোগ উঠছিল ইভটিজিংয়ের। স্কুলপড়ুয়া থেকে অভিভাবকরা এর প্রতিবাদ করে আসছিলেন। কিন্তু রোমিওদের হাতেনাতে ধরা যাচ্ছিল না। পুলিশকে বিষয়টি জানানো হয় অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। অবশেষে সোমবার পুলিশের জালে ধরা পড়ল দু’জন। উত্তর দিনাজপুরের ইসলামপুরের ঘটনা। একটি বেসরকারি স্কুলের মেয়েদের প্রায়ই উত্যক্ত করত কয়েক জন যুবক। তারা বাইকে করে স্কুলের সামনে ‘হিরোগিরি’ করত বলেও অভিযোগ ওঠে। দিনের পর দিন এই ঘটনায় অতিষ্ঠ হয়ে অনেক ছাত্রীরই স্কুলে যাওয়া প্রায় বন্ধ হতে বসেছিল। সোমবারেও রোমিওদের ‘হিরোগিরি’র অন্যথা হয়নি। তবে পুলিশের উপস্থিতি তারা ঘুণাক্ষরেও টের পায়নি। ‘নিয়মমাফিক’ বাইকে করে এ দিনও রোমিওরা স্কুলবাসের পিছু নেয়। কিন্তু এ বার তাদের ‘লক্ষ্যভেদ’ হল না। তার আগেই হাতনাতে দু’জনকে ধরে ফেলে পুলিশ। তবে তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।