আমেরিকার সঙ্গে সুরক্ষা চুক্তি সই করল না আফগানিস্তান। গত শনিবার আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই জানিয়েছিলেন, আমেরিকার সঙ্গে কোনও রকম চুক্তি সই করতে তিনি রাজি নন। রাষ্ট্রপুঞ্জে আফগানিস্তানের রাষ্ট্রদূত জাহির তানিন প্রেসিডেন্টের কথা পুনরাবৃত্তি করে বুধবার বলেন, ‘‘আমি পরিষ্কার করে দিতে চাই যে আমেরিকার সঙ্গে আমরা দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি সই তখনই করব যখন আমাদের সমস্ত শর্ত মেনে নেওয়া হবে। তার মধ্যে প্রধানতম হল শান্তি বৈঠক।’’ তিনি আরও বলেন, ‘‘এখনও পর্যন্ত দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি সংক্রান্ত কোনও পরিবর্তন হয়নি। আমাদের দেওয়া শর্ত থেকে আমরা সরছি না।’’
জাহির মঙ্গলবারই জানিয়েছিলেন, খুব শীঘ্রই এই দুই দেশ চুক্তিবদ্ধ হতে চলেছে। এই চুক্তি স্বাক্ষরিত হলে বছর শেষে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার করার পরেও কিছু সেনা আফগানিস্তানে থাকার অনুমতি পাবে।
আগামী ৫ এপ্রিল আফগানিস্তানে প্রেসিডেন্ট এবং প্রাদেশিক ভোট গ্রহণ হবে। এই প্রথম আফগানিস্তানে গণতান্ত্রিক পদ্ধতি মেনে নির্বাচন হবে।