অগ্নি গ্রাসে নন্দন

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৪ ২০:১২
Share:

প্রথমে অ্যাকাডেমি। তিন সপ্তাহ কাটল না ফের অগ্নিদেবের রোষের শিকার কলকাতার আরও এক সংস্কৃতির পিঠস্থান নন্দন প্রেক্ষাগৃহ।

Advertisement

দমকল সূত্রে খবর, সোমবার বিকেল ৩টে ৪০ মিনিট নাগাদ আগুন লাগে প্রেক্ষাগৃহের চারতলায় প্রজেকশন রুমে। দুপুর দেড়টা থেকে প্রেক্ষাগৃহে বাংলা ছবি ‘বুনো হাঁস’-এর শো চলছিল। প্রেক্ষাগৃহটি তখন অর্ধেক ভর্তি ছিল। শো শেষ হতে পাঁচ মিনিট বাকি ছিল বলে জানা গিয়েছে। দমকল জানিয়েছে, প্রজেকশন রুমের বৈদ্যুতিন তারের সংযোগস্থলে ধোঁয়া এবং আগুন দেখা যায়। শর্ট সার্কিটের ফলে এই আগুন লাগে বলে জানা গিয়েছে। কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শো চলাকালীন এই বিপত্তির জেরে আতঙ্ক ছড়ায় দর্শকদের মধ্যে। প্রেক্ষাগৃহের মধ্যে থেকে দ্রুত বের করে আনা হয় দর্শকদের। প্রেক্ষাগৃহের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজ চলে। পরে দমকলের চারটি ইঞ্জিনের সাহায্যে আগুন এবং ধোঁয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলেও দমকলের তরফে ডেকে পাঠানো হয় নন্দনের বৈদ্যুতিন ব্যবস্থার দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের। তাঁরা সব খতিয়ে দেখে ছাড়পত্র দিলে তবেই প্রেক্ষাগৃহ শো-এর জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে দমকল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement