ঝিল সংস্কারের দাবিতে এ বার হাওড়ার বামনগাছিতে রেল অবরোধ করল তৃণমূল। প্রায় দেড় ঘণ্টার এই অবরোধের ফলে হাওড়া শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল ১০টা নাগাদ হাওড়া পুরসভার মেয়র পারিষদ গৌতম চৌধুরী এবং বরো চেয়ারম্যান রজত সরকারের নেতৃত্বে রেল অবরোধ হয়।
যে ঝিল সংস্কারের দাবিতে এই অবরোধ, সেই রানিঝিল রেলের আওতাধীন। অভিযোগ, দীর্ঘ দিন যাবত্ এই ঝিলটি সংস্কার না হওয়ায় আশপাশের বস্তি এলাকা জলমগ্ন হয়ে পড়ে। নোংরা জলে বাসিন্দারা অসুস্থ হয়ে পড়ছেন বলে অবরোধকারীরা এর আগে অভিযোগ জানিয়েছেন। গৌতমবাবু বলেন, “রেলের অব্যবস্থার কারণে সাধারণ মানুষকে নাকাল হতে হচ্ছে। জলমগ্ন হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। এরই প্রতিবাদে আমরা অবরোধ করেছি।”
অবরোধকারীরা এ দিন রেললাইনের উপর তৃণমূলের পতাকা বসিয়ে দেয়। পর পর দাঁড়িয়ে যায় প্রায় সাতটি লোকাল ট্রেন। পুজো ও ঈদের ছুটির পর প্রথম কাজের দিনে অবরোধ হওয়ায় চরম অসুবিধায় পড়েন অফিস যাত্রী-সহ অসংখ্য সাধারণ মানুষ। অবরোধের খবর পেয়ে রেল পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তাদের তরফে সংস্কারের আশ্বাস পাওয়ার পরে অবরোধ উঠে যায়।