জীবনের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের থেকে আর মাত্র এক ম্যাচ দুরে সানিয়া মির্জা। বুধবার গভীর রাতে ব্রাজিলীয় পার্টনার ব্রুনো সোরেসকে সঙ্গী করে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে পৌঁছলেন তিনি। তবে সেমিফাইনালে শীর্ষবাছাই ইন্দো-ব্রাজিলিয়ান জুটিকে তাইপে-জার্মানির অবাছাই জুটিকে হারাতে বেশ বেগ পেতে হয়। দেড় ঘণ্টার বেশি চলা ম্যাচে ৭-৫, ৪-৬, ১০-৭ ফলে জেতেন সানিয়ারা। ফাইনালে তাঁদের সামনে মার্কিন-মেক্সিকোর অবাছাই জুটি।
এর আগে চার বার গ্র্যান্ড স্ল্যামে মিক্সড ডাবলসের ফাইনালে উঠেছেন সানিয়া। এর মধ্যে দু’বার মহেশ ভূপতিকে সঙ্গী করে অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জেতেন তিনি। চলতি বছরেও অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে ওঠেন হায়দরাবাদের ২৭ বছরের এই তরুণী। মিক্সড ডাবলসের পাশাপাশি কেরিয়ারের দ্বিতীয় ডাবলস ফাইনালেও উঠার সম্ভাবনা রয়েছে সানিয়ার। কারা ব্ল্যাকের সঙ্গে যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন তিনি। শেষ চারে তাঁদের প্রতিদ্বন্দ্বী বর্ষিয়ান মার্টিনা হিঙ্গিস-ফ্ল্যাভিয়া পেনেত্তা জুটি। পেজ-বোপান্নাদের হারের পর যুক্তরাষ্ট্র ওপেনে ভারতীয় পতাকা তোলার জন্য সবার নজর এখন সানিয়ার দিকে।