প্রয়াত জাম্বিয়ার প্রেসিডেন্ট মাইকেল সাটা

প্রয়াত হলেন জাম্বিয়ার প্রেসিডেন্ট মাইকেল সাটা। শারীরিক অসুস্থতার কারণে লন্ডনের কিং এডওয়ার্ড-৭ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা গিয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৪ ১৩:১৮
Share:

প্রয়াত হলেন জাম্বিয়ার প্রেসিডেন্ট মাইকেল সাটা। শারীরিক অসুস্থতার কারণে লন্ডনের কিং এডওয়ার্ড-৭ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা গিয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, গত ১৯ অক্টোবর চিকিৎসার জন্য বিদেশযাত্রা করেন প্রেসিডেন্ট সাটা। অসুস্থতার কারণে বেশ কয়েক মাস ধরে লোকচক্ষুর আড়ালে ছিলেন তিনি। এর পরে তাঁর চিকিৎসা সংক্রান্ত কোনও খবর পাওয়া যায়নি। জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আগে তিনি লন্ডনে রেলওয়ে কর্মী হিসেবে কাজ করতেন। ২০১১ সালে প্রেসিডেন্ট রুপিয়া বান্দাকে পরাজিত করে জাম্বিয়ার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন সাটা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement