ফের মেট্রো আটকাল সুড়ঙ্গে

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট। বুধবার সকালে বেলগাছিয়া স্টেশনে ঢোকার মুখে কবি সুভাষগামী মেট্রোর একটি এসি রেক বিকল হয়ে যায়। ওই সময়ে ট্রেন ভর্তি অফিস যাত্রী ছিলেন। তাঁরা চেচাঁমেচি শুরু করে দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৪ ১৫:০৫
Share:

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট।
বুধবার সকালে বেলগাছিয়া স্টেশনে ঢোকার মুখে কবি সুভাষগামী মেট্রোর একটি এসি রেক বিকল হয়ে যায়। ওই সময়ে ট্রেন ভর্তি অফিস যাত্রী ছিলেন। তাঁরা চেচাঁমেচি শুরু করে দেন। যাত্রীদের মধ্যে কেউ কেউ আতঙ্কিতও হয়ে পড়েন। অবশ্য, মিনিট পাঁচেকের মধ্যেই রেকটি মেরামতি করে গন্তব্যের উদ্দেশে রওনা হয় বলে মেট্রো কর্তৃপক্ষের দাবি।
মেট্রো রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, এ দিন ওই ট্রেনটি ১০টা ৩৭ নাগাদ দমদম স্টেশন ছাড়ে। মিনিট চারেক পর বেলগাছিয়া স্টেশনে ঢোকার মুখেই রেকের স্বয়ংক্রিয় ব্রেক লক হয়ে যায়। ফলে ট্রেনটি দাঁড়িয়ে যায়। মেট্রো কর্মীরা সঙ্গে সঙ্গেই রেকটির মেরামতি কাজে হাত লাগান। মেরামতি শেষে ফের ১০টা ৪৬ মিনিটে রেকটি বেলগাছিয়া স্টেশন ছাড়ে। এই ঘটনায় কোনও ট্রেন বাতিল করা হয়নি বলে মেট্রো কর্তৃপক্ষ জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement