এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে সোনা মানবাদিত্য রাঠৌরের

সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত চতুর্থ এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের মানবাদিত্য রাঠৌর। ১৫ বছরের এই ভারতীয় শ্যুটার ওই প্রতিযোগিতায় পুরুষদের(জুনিয়র) শটগান বিভাগে ১২৫টির মধ্যে ১১৪টিতেই লক্ষ্যভেদ করতে পারেন তিনি। ২০০৪-এ অলিম্পিকে রূপোজয়ী রাজ্যবর্ধণ সিংহ রাঠৌরের ছেলে মানবাদিত্য এই সোনা জেতার ভেতর দিয়ে বুঝিয়ে দিলেন, রাইফেল শ্যুটিংয়ে ভারতের ভবিষ্যত তিনিও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৪ ১৫:০৯
Share:

সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত চতুর্থ এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের মানবাদিত্য রাঠৌর। ১৫ বছরের এই ভারতীয় শ্যুটার ওই প্রতিযোগিতায় পুরুষদের(জুনিয়র) শটগান বিভাগে ১২৫টির মধ্যে ১১৪টিতেই লক্ষ্যভেদ করতে পারেন তিনি। ২০০৪-এ অলিম্পিকে রূপোজয়ী রাজ্যবর্ধণ সিংহ রাঠৌরের ছেলে মানবাদিত্য এই সোনা জেতার ভেতর দিয়ে বুঝিয়ে দিলেন, রাইফেল শ্যুটিংয়ে ভারতের ভবিষ্যত তিনিও। বাবা রাজ্যবর্ধনের কাছেই তাঁর শ্যুটিংয়ের ‘হাতেখড়ি’। অনেক বিশেষজ্ঞের মতে মানবাদিত্যের পদক জেতাটা প্রত্যাশিতই ছিল। মানবাদিত্যকে শুভেচ্ছা জানিয়ে জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশনের প্রধান রণীন্দ্র সিংহ জানান, প্রতিযোগিতায় মানবাদিত্য যে নৈপুণ্য দেখিয়েছে, তাতে ভবিষ্যতে আরও অনেক পদক তাঁর ঝুলিতে জমা পড়বে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement