পুলিশ আবাসনের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হলেন ৬ জন। সন্ধ্যা পর্যন্ত আহতের সংখ্যা ৮। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পূর্ব পাকিস্তানের লাহৌরে। আহতদের মধ্যে দশ বছরের বালক-সহ পুলিশের দু’জন মহিলা কর্মীও রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার দায় স্বীকার করেছে পাক তালিবান থেকে বিচ্ছিন্ন জঙ্গি সংগঠন জামাত-উল-আহরার। জঙ্গি দমনে পাক সরকারের কার্যকলাপের বিরুদ্ধে বদলা নিতেই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবি জামাত মুখপাত্র এহসানুল্লাহ এহসানের।
এ দিন শহরের কিলা গুজর সিংহ এলাকায় পুলিশ আবাসনের বাইরে ওই আততায়ীকে দেখা যায় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে ওই এলাকার হোটেল থেকে বেরিয়ে আসতে দেখা যায়। আবাসনের সামনে এসে বিস্ফোরণ ঘটায় সে। বিস্ফোরণের পর এলাকায় বেশ কয়েক দফা গুলিও চলেছে বলে জানা গিয়েছে। এ দিনের ঘটনায় ওই এলাকার চার পাশের বেশ কিছু বাড়ির জানালার কাচ ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। আগুন লেগেছে বেশ কয়েকটি গাড়িতেও। লাহৌরের পুলিশ প্রধান আমিন ওয়াইন বলেন, “আততায়ী পুলিশ আবাসনে হামলা করতে চেয়েছিল। কড়া পাহারা পেরিয়ে ভিতরে ঢুকতে পারেনি বলে আবাসনের বাইরেই বিস্ফোরণ ঘটিয়েছে।”