সুইৎজারল্যান্ডে গুলিতে হত বেশ কয়েক জন

সুইৎজারল্যান্ডে গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন বেশ কয়েক জন। ঘটনাটি ঘটেছে জুরিখের উত্তর-পশ্চিমে উরেনলিনজেন শহরে। শহরের প্রায় সাড়ে চার হাজার বাসিন্দার অধিকাংশই জার্মানভাষী। গুলি চলার শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বেশ কয়েকটি দেহ উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। তবে কে বা কারা গুলি চালিয়েছে, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি। এখন পর্যন্ত খবর, নিহতেরা সবাই প্রাপ্তবয়স্ক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মে ২০১৫ ১৫:১৪
Share:

সুইৎজারল্যান্ডে গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন বেশ কয়েক জন। ঘটনাটি ঘটেছে জুরিখের উত্তর-পশ্চিমে উরেনলিনজেন শহরে।

Advertisement

শহরের প্রায় সাড়ে চার হাজার বাসিন্দার অধিকাংশই জার্মানভাষী। গুলি চলার শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বেশ কয়েকটি দেহ উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। তবে কে বা কারা গুলি চালিয়েছে, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি। এখন পর্যন্ত খবর, নিহতেরা সবাই প্রাপ্তবয়স্ক। তাঁদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, নিহতদের মধ্যে হামলাকারীও আছেন। পুলিশের অনুমান, পারিবারিক কারণে এই হামলা হয়েছে, এর সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক নেই। তবে হামলার কারণ বিশদে জানার জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement