দেশে ফিরল নিখোঁজ পর্বতারোহী বাবুর মৃতদেহ

অবশেষে দেশে ফিরল ভারতের অন্যতম সেরা পর্বতারোহী মল্লি মস্তান বাবুর দেহ। শুক্রবার সকালে আর্জেন্তিনা থেকে দিল্লি বিমানবন্দরে তাঁর মৃতদেহ পৌঁছয়। সূত্রের খবর, সেখান থেকে মৃত দেহটি চেন্নাই বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। চেন্নাই বিমান বন্দরে ইতিমধ্যেই পর্বতারোহী বাবুর পরিজনেরা পৌঁছে গিয়েছেন। সেখানেই তাঁদের হাতে বাবুর মৃতদেহটি তুলে দেওয়া হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৫ ১২:০৬
Share:

অবশেষে দেশে ফিরল ভারতের অন্যতম সেরা পর্বতারোহী মল্লি মস্তান বাবুর দেহ। শুক্রবার সকালে আর্জেন্তিনা থেকে দিল্লি বিমানবন্দরে তাঁর মৃতদেহ পৌঁছয়। সূত্রের খবর, সেখান থেকে মৃত দেহটি চেন্নাই বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। চেন্নাই বিমান বন্দরে ইতিমধ্যেই পর্বতারোহী বাবুর পরিজনেরা পৌঁছে গিয়েছেন। সেখানেই তাঁদের হাতে বাবুর মৃতদেহটি তুলে দেওয়া হবে।

Advertisement

সূত্রের খবর, বাবুর মৃতদেহটি তামিলনাড়ুর ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে তাঁর গ্রাম গাঁধী জনসঙ্গমে নিয়ে যাওয়া হবে। সেখানেই শেষকৃত্য হবে।

অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বাবু গত ১৬ মার্চ দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের সেরো ট্রেস ক্রুসেস সুর শৃঙ্গে ট্রেকিংয়ে গিয়েছিলেন। আর্জেন্তিনা ও চিলি সীমান্তে অবস্থিত এই শৃঙ্গটি। গত ২৪ মার্চ বাবু বেস ক্যাম্প থেকে একাই বেরিয়ে যান শৃঙ্গে ওঠার রাস্তা পরীক্ষা করতে। আবহাওয়া প্রতিকূল থাকায় তিনি আর বেস ক্যাম্পে ফিরে আসেননি। সে দিন থেকেই নিখোঁজ ছিলেন বাবু। ভারতের বিদেশমন্ত্রক মল্লিবাবুর সন্ধানে সহযোগিতা করার জন্য চিলি ও আর্জেন্তিনার সঙ্গে যোগাযোগ করে। পরে টানা দশ দিন নিখোঁজ থাকার পর ৪ এপ্রিল ভারতের অন্যতম সেরা পর্বতারোহী বাবুর দেহ খুঁজে পান উদ্ধারকারীরা।

Advertisement

অন্ধ্রপ্রদেশের নেল্লোরের বাসিন্দা চল্লিশ বছরের বাবু পেশায় এক জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। খড়্গপুর আইআইটি ও আইআইএম-কলকাতা থেকে পড়াশোনা করেছেন। পেশায় ইঞ্জিনিয়ার হলেও নেশা বা শখ বলতে পর্বতারোহণকেই বেছে নিয়েছিলেন বাবু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement