পুরভোটে সিপিএম প্রার্থীর উপর হাঁসুয়া নিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডে। হামলার অভিযোগ উঠেছে এ বারের পুরভোটে সিপিএম প্রার্থী তথা এলাকার প্রাক্তন কাউন্সিলর কমল অগ্রবালের উপর।
পুলিশ জানায়, পেশায় আয়কর আইনজীবী কমলবাবু জানান, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ তাঁর চেম্বারে অর্জুন দাস নামে বছর ত্রিশের এক যুবক হাঁসুয়া নিয়ে আচমকাই ঢুকে পড়ে এবং কমলবাবু কে তা জানতে চায়। বেগতিক বুঝে কমলবাবু নিজেই ‘কমল অগ্রবাল’কে ডেকে দেওয়ার নাম করে ঘর থেকে বেরিয়ে আসেন। ইতিমধ্যে হাঁসুয়া হাতে ওই যুবককে কমলবাবুর চেম্বারে উপস্থিত অন্যান্যরা বাইরে বের করে দিতে যান আর তাতেই ওই যুবক উন্মত্ত অবস্থায় বাকিদের উপর এলোপাথাড়ি হাঁসুয়া চালাতে থাকে। হাঁসুয়ার আঘাতে কয়েক জন সামান্য আহত হন। কিন্তু অল্প সময়ের মধ্যেই চেম্বারে উপস্থিত লোকজন এবং স্থানীয় বাসিন্দারা আক্রমণকারীকে ধরে ফেলেন। তার অস্ত্র ছিনিয়ে নিয়ে তাকে বেধড়ক পেটানো হয়। খবর যায় শিলিগুড়ি থানায়। কমলবাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। গ্রেফতার করলেও নেশাগ্রস্ত অর্জুনকে আপাতত শিলিগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।