বাংলাদেশে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ২২

বাংলাদেশে দু’টি যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২২ জনের। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম বাংলাদেশের নাটোর জেলায় ঢাকা-রাজশাহী জাতীয় সড়কের উপর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৪ ১৯:০৪
Share:

বাংলাদেশে দু’টি যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২২ জনের। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম বাংলাদেশের নাটোর জেলায় ঢাকা-রাজশাহী জাতীয় সড়কের উপর।

Advertisement

বাসিন্দারা এবং পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ নাটোরে জাতীয় সড়কে রাজ্জাকের মোড় এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রিবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টো দিক থেকে আসা রাজশাহী থেকে সিরাজগঞ্জগামী আরও একটি বাসের। দুর্ঘটনার ফলে দু’টি বাসেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২২ জনের। গুরুতর জখম হন পঁচিশ জন। হতাহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলার ডেপুটি কমিশনার অফ পুলিশ মাশিউর রহমান। দুর্ঘটনার পর জাতীয় সড়কে বেশ কিছু ক্ষণ বন্ধ থাকে যান চলাচল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement