বহরমপুর কলেজে বৃহস্পতিবার হাতাহাতিতে জড়িয়ে পড়ল ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-র সদস্যেরা। ঘটনাটি ঘটে এ দিন দুপুর ১টা নাগাদ। বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জখম ছাত্র পরিষদের এক সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও কলেজ সূত্রে খবর, এ দিন হঠাত্ই কলেজ চত্বরে ঢুকে ছাত্র পরিষদের সদস্য-ছাত্রদের উপর চড়াও হয় টিএমসিপির কয়েক জন বহিরাগত। দু’পক্ষের গন্ডগোলের জেরে অশান্ত হয়ে ওঠে কলেজ চত্বর। কলেজ অধ্যক্ষ এসে মধ্যস্থতা করার চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলেই জানিয়েছে পুলিশ। বহরমপুর কলেজের অধ্যক্ষ সমরেশ মণ্ডল বলেন, “কোনও কারণ ছাড়াই ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে মারপিট হয়েছে। দু’পক্ষকে বসিয়ে ঘটনার মীমাংসা করার চেষ্টা করছি।”
পুলিশ সূত্রে খবর, এই ঘটনার বেশ কয়েক দিন আগেই বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে গন্ডগোল বাধে। কলেজে প্রথম বর্ষে ভর্তি করিয়ে দেওয়ার নামে এক ছাত্রের কাছ থেকে টাকা খাওয়ার অভিযোগ ও পাল্টা অভিযোগ ওঠে ছাত্র পরিষদ ও টিএমসিপি-র বিরুদ্ধে। এই নিয়েই দু’পক্ষের ঝামেলায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কলেজ চত্বর। অভিযোগ, ছাত্র পরিষদের সদস্য-ছাত্রদের উপর লাঠি-রড নিয়ে চড়াও হয় টিএমসিপি-র বহিরাগতরা। পরে তৃণমূল ছাত্র পরিষদের ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের করে ছাত্র পরিষদ। এই ঘটনার জেরেই শনিবার ছাত্র পরিষদের সদস্যদের উপর ফের টিএমসিপি-র বহিরাগতেরা হামলা চালিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।