প্রতীকী ছবি।
চলতি বছর স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)-র দিনক্ষণ ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। সম্প্রতি তাঁদের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী এটি ২৭তম পরীক্ষার আয়োজন করা হচ্ছে। চলতি বছরের ১৪ ডিসেম্বর পরীক্ষা হবে। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষায় বসার জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রার্থীদের। কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি।
এই পরীক্ষা তাঁরাই দিতে পারবেন, যাঁরা স্নাতকোত্তর স্তরে ৫৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তবে আবেদনের ক্ষেত্রে বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই। বাংলা, ইংরেজি, লাইব্রেরি সায়েন্স, ভৌতবিজ্ঞান-সহ আরও বিষয়ে দু’টি সেশনে দু’টি পেপারে পরীক্ষা হয়। প্রথম সেশনের পরীক্ষা এক ঘণ্টা এবং দ্বিতীয় সেশনের পরীক্ষা দু’ঘণ্টার মধ্যে সম্পন্ন হয়। প্রথম পেপারে ১০০ এবং দ্বিতীয় পেপারে ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয় থাকে।
উল্লেখ্য, সেট-এ উত্তীর্ণেরা রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ পদে আবেদনের সুযোগ পাবেন। এই পরীক্ষাটি পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (ডব্লিউবিসিএসসি)-এর তরফে পরিচালিত হয়। গত বছর পরীক্ষা দিয়েছিলেন মোট ৫৮,৮৬৭ জন। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত দু’টি ভাগে এই পরীক্ষা হয়েছিল। ৩৩টির বেশি বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল মোট ৮৭টি পরীক্ষা কেন্দ্রে। এ ছাড়াও, রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যাপনার জন্য প্রবেশিকা পরীক্ষায় (সেট) জালিয়াতি রুখতে প্রযুক্তির ব্যবহারের উপর জোর দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। প্রশ্নপত্রে জিপিএস ট্র্যাকিং থেকে শুরু করে প্রশ্নপত্রের ট্রাঙ্কে ছিল মেকানিক্যাল কম্বিনেশন কোড যুক্ত বিশেষ তালা।