vidyasagar university

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি এবং ঝুমুর বিষয়ে সার্টিফিকেট কোর্সের সুযোগ, রইল বিস্তারিত

সপ্তাহে শনি এবং রবিবার ক্লাস হবে। মোট ৩ মাস মেয়াদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৩ ১৭:২১
Share:

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হতে চলেছে বিশেষ দু’টি সার্টিফিকেট কোর্স। প্রতিষ্ঠানের সেন্টার ফর কন্টিনিউইং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন (সিসিএই) দ্বারা আয়োজিত হচ্ছে কোর্সগুলি।

Advertisement

‘ইংলিশ ফর অল’ এবং ‘ঝুমুর’, এই দু’টি বিষয়ের উপরে কোর্সগুলি করানো হবে। যে কোনও ইচ্ছুক ব্যক্তিই ভর্তি হতে পারেন। তবে, বিশেষ ভাবে যাঁরা চাকরিরত (ব্যাঙ্ক/ এনজিও/ মিডিয়া/ শিক্ষক) তাঁদের জন্য এই কোর্সের সুযোগ। একই সঙ্গে যে কোনও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন এই কোর্সগুলিতে।

ইংরেজির কোর্সে ভর্তির জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়া প্রয়োজন। কোর্সের মেয়াদ ৬ মাস। সপ্তাহে ২ দিন করে ক্লাস হবে। মোট ৪০টি আসন রয়েছে। কোর্স মূল্য ৩ হাজার টাকা।

Advertisement

ঝুমুরের কোর্সে ভর্তির জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান মাধ্যমিক পাশ হতে হবে। সপ্তাহে শনি এবং রবিবার ক্লাস হবে। মোট ৩ মাস মেয়াদ। কোর্স মূল্য বাবদ দিতে হবে ৩ হাজার টাকা। মোট আসন সংখ্যা ২৫টি।

আবেদন প্রক্রিয়া:

ইচ্ছুক প্রার্থীদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়য়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। আবেদনপত্র পূরণ করে সেটি এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া আইডিতে মেল করাও যেতে পারে। তবে, আবেদনপত্র জমা দেওয়ার আগে বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্যে আবেদনমূল্য বাবদ নির্ধারিত টাকা জমা দিতে হবে। ৩ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement