ইউজিসি নেট পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের অ্যাডমিট কার্ড সংগৃহীত ছবি
ইউজিসি নেট পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের অ্যাডমিট কার্ড শুক্রবার প্রকাশিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) প্রতি বছর ইউজিসি নেট পরীক্ষাটির আয়োজন করে। পূর্বনির্ধারিত ভাবে, শুক্রবার অ্যাডমিট কার্ড প্রকাশ পেলে সেটি এনটিএ-এর সরকারি ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে।
পরীক্ষার্থীরা কী ভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?
১. পরীক্ষার্থীদের প্রথমে ইউজিসির সরকারি ওয়েবসাইট-https://ugcnet.nta.nic.in/-এ যেতে হবে।
২. এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কটি দেখতে পাওয়া যাবে।
৩. এ বার এখানে লগ-ইন ডিটেলস দিলে পরীক্ষার অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে দেখা যাবে।
৪. অ্যাডমিট কার্ডের সমস্ত তথ্য যাচাই করে সেটি ডাউনলোড করে একটি প্রিন্ট আউট করে নিতে পারেন পরীক্ষার্থীরা।
ইউজিসি নেট-এর দ্বিতীয় প্রযায়ের পরীক্ষাগুলি আগামী ২০ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়োজিত হবে। ভুলভ্রান্তি এড়ানোর জন্য অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে ভাল করে যাচাই করে নেওয়া উচিত।