Common Admission Test

ক্যাট পরীক্ষায় রেজিস্ট্রেশনের শেষ দিন বাড়ানো হল; আবেদন জমা করা যাবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত

২০২২-এর কমন অ্যাডমিশন টেস্ট বা ক্যাট পরীক্ষায় নাম নথিভুক্তকরণের শেষ দিন ১৮ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ২১ সেপ্টেম্বর করা হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৭
Share:

ক্যাট পরীক্ষায় রেজিস্ট্রেশন সংগৃহীত ছবি

২০২২-এর কমন অ্যাডমিশন টেস্ট বা ক্যাট পরীক্ষায় নাম নথিভুক্তকরণের শেষ দিন ১৮ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ২১ সেপ্টেম্বর করা হল। যাঁরা এখনও রেজিস্ট্রেশন করেননি, তাঁরা https://iimcat.ac.in/-এ গিয়ে তাঁদের নাম নথিভুক্ত করতে পারেন।

Advertisement

পরীক্ষার্থীরা কী ভাবে রেজিস্টার করবেন?

১. প্রথমেই ক্যাট ২০২২-এর সরকারি ওয়েবসাইটে যেতে হবে।

Advertisement

২. তার পর সেখানে 'রেজিস্টার' লেখাটিতে ক্লিক করতে হবে।

৩. এর পর রেজিস্ট্রেশন ফর্মটি প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে।

৪. এ বার আপনার নথিভুক্ত মেল আইডি বা ফোন নম্বরে ক্যাট লগ-ইন ডিটেলসগুলি পাঠানো হবে।

৫. এর পর সেই লগ-ইন ডিটেলস দিয়েই আপনাকে পুনরায় ঢুকতে হবে।

৬. এ বার ক্যাট-এর আবেদনপত্রটি পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করে দিতে হবে।

৭. অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করে আবেদন জানানোর বরাদ্দ মূল্যটিও এর পর জমা করে দিতে হবে।

৮. পরীক্ষার্থীরা আবেদনপত্রের একটি প্রিন্ট আউট করে নিজেদের কাছে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

রেজিস্ট্রেশন মূল্য

অসংরক্ষিত ক্যাটগরির পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন মূল্য ২৩০০ টাকা এবং সংরক্ষিত ক্যাটগরির পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন মূল্য ১১৫০ টাকা ধার্য করা হয়েছে।

আগেই জানানো হয়েছে, এই বছর ক্যাট- এর মূল পরীক্ষাটি ২৭ নভেম্বর আয়োজিত হবে। এই পরীক্ষায় আবেদন জানানোর জন্য জেনারেল/ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া/ এনসি-ওবিসি পরীক্ষার্থীদের স্নাতকে ন্যূনতম ৫০ শতাংশ এবং এসসি/এসটি/ পিডব্লিউডি পরীক্ষার্থীদের স্নাতকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement