SBI

শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে ৮০০-এর বেশি কর্মী নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

প্রতি মাসে বেতন মিলবে ৪০ হাজার টাকা। মোট শূন্যপদ রয়েছে ৮৬৮টি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৩ ১৮:৩৫
Share:

ব্যাঙ্কে চাকরির সুযোগ। ছবি: সংগৃহীত।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। প্রচুর শূন্যপদে নেওয়া হবে কর্মী।

Advertisement

রিটায়ার্ড ব্যাঙ্ক অফিসার (আরবিও) নেওয়া হবে বিজনেস করেসপন্ডেন্ট ফেসিলিটেটর পোস্টের জন্য। মোট শূন্যপদ রয়েছে ৮৬৮টি। কলকাতা-সহ দেশের আরও অনেক শাখায় নিয়োগ করা হবে। নিয়োগের পর প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪০ হাজার টাকা করে।

যে সমস্ত প্রার্থী আগে এসবিআই-এ ব্যাঙ্কে চাকরি করেছেন ৬০ বছর বয়স পর্যন্ত, তাঁরা আবেদন কর‍তে পারবেন। এ ছাড়াও ৩০ বছর ধরে যে সমস্ত প্রার্থী নিজের ৫৮ বছর বয়স পর্যন্ত কাজ করেছেন, তাঁরাও আবেদন করার যোগ্য।

Advertisement

আবেদন প্রক্রিয়া:

ইচ্ছুক প্রার্থীদের প্রথমে ‘এসবিআই কেরিয়ার’-এর ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে ধাপ অনুযায়ী যেতে হবে থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে। অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। ১০ থেকে ৩১ মার্চ পর্যন্ত করা যাবে আবেদন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এসবিআই-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement