Courses in St. Xaviers College Kolkata

পাইথন এবং মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন নিয়ে কোর্সের সুযোগ সেন্ট জেভিয়ার্স কলেজে

আবেদনের জন্য কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি এবং আবেদনমূল্য জমা দিতে হবে প্রার্থীদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০২৩ ১৬:৫১
Share:

সেন্ট জেভিয়ার্স কলেজ। সংগৃহীত ছবি।

বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং-সহ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির রমরমা বাজারে পাইথন-এর মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চাহিদা প্রচুর। আবার এই কম্পিউটারের মাধ্যমেই ছোটবেলার প্রিয় কার্টুনগুলির মতো বিভিন্ন অ্যানিমেশন ছবির তৈরির চাহিদাও রয়েছে বিপুল পরিমাণে। যুগের সঙ্গে তাল মিলিয়ে পড়ুয়াদের পেশা নির্বাচনে মধ্যে অভিনবত্বের ছাপ থাকছে আজকাল। ডাক্তারি-ইঞ্জিনিয়ারিং-এর বাইরে উল্লিখিত বিষয়গুলি নিয়েও আগ্রহ বাড়ছে পড়ুয়াদের। তাই পড়ুয়াদের কথা ভেবেই ২টি বিষয়ে কোর্স করানো হবে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে।

Advertisement

পাইথন প্রোগ্রামিং: কোর্সটির পুরো নাম-‘পাইথন প্রোগ্রামিং ফর বিগিনার্স ইনক্লুডিং নাম্পি, পান্ডাস অ্যান্ড ম্যাটপ্লটলিব’। অনলাইনে মাইক্রোসফট টিমস- এর মাধ্যমেই কোর্সটি করানো হবে। ৫ সপ্তাহব্যাপী চলবে কোর্সটি। প্রতি শনি এবং রবিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ক্লাস। কোর্স ফি ২০০০ টাকা। আগ্রহীদের যে কোনও একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। এ ছাড়া, নিজস্ব ল্যাপটপ/ ডেস্কটপে উইনডোজ ১০ থাকতে হবে। কোর্সে ভর্তি নেওয়া হবে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ পদ্ধতিতে। ক্লাস শুরু হবে ১ জুলাই। আবেদনের জন্য কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি এবং আবেদনমূল্য জমা দিতে হবে প্রার্থীদের।

মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন: এই কোর্সটি ডিপ্লোমা কোর্স। কোর্সে শুধু যে অ্যানিমেশন চরিত্র ফুটিয়ে তোলার পদ্ধতিগত দিক জানানো হবে তা নয়, জানা যাবে ভিস্যুয়াল এফেক্টস, গ্রাফিক্স, ভিডিয়ো গেম প্রোগ্রামিং, গেম আর্ট-সহ বিভিন্ন বিষয়ও। কোর্সটি ১২ মাসের। প্রতি সপ্তাহে ৩-৪ দিন কোর্সের ক্লাস হবে। ক্লাসের মেয়াদ হবে বিকেল ৫টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত। তবে শনিবার ক্লাস হবে দুপুর ৩টে থেকে ৫টা পর্যন্ত। কোর্স ফি ৩৮,৫০০ টাকা যা ২২,৫০০ টাকা এবং ১৬,০০০ টাকার দু’টি ইনস্টলমেন্টে দেওয়া যাবে। আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে দশমের পরীক্ষায় পাশ হতে হবে। আঁকা, স্কেচিং-সহ বিভিন্ন বিষয়ে সহজাত সৃজনশীলতা থাকাও জরুরি। কোর্সের ক্লাস শুরু হবে আগামী ৩ অগস্ট থেকে। এ ক্ষেত্রেও কোর্সে ভর্তি নেওয়া হবে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ পদ্ধতি মেনে। আবেদনের জন্য কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি এবং আবেদনমূল্য জমা দিতে হবে প্রার্থীদের। এর পর ৩ অগস্ট বিকেল ৪টে ৪৫ মিনিটে ‘অ্যাডমিশন শিট’-সহ কলেজে উপস্থিত হতে হবে প্রার্থীদের।

Advertisement

এই বিষয়ে প্রার্থীরা সমস্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন কলেজের ওয়েবসাইট থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement