স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় কর্মখালি। সংগৃহীত ছবি।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) স্পেশালিস্ট অফিসার পদে একাধিক প্রার্থী নিয়োগ করবে। সেই মর্মে ব্যাঙ্কের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রাথমিক বাছাইয়ের পর নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদন জানাতে হবে অনলাইনেই। সেই প্রক্রিয়া শুরু মঙ্গলবার থেকেই।
নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সলিউশন আর্কিটেক্ট লিড), চিফ ম্যানেজার (পিএমও-লিড), চিফ ম্যানেজার (টেক আর্কিটেক্ট), প্রজেক্ট ম্যানেজার, ম্যানেজার (টেক আর্কিটেক্ট), ম্যানেজার (ডেটা আর্কিটেক্ট), ম্যানেজার (ডেভসেকঅপ্স ইঞ্জিনিয়ার), ম্যানেজার (অবজ়ার্ভেবিলিটি অ্যান্ড মনিটরিং স্পেশালিস্ট), ম্যানেজার (ইনফ্রা/ ক্লাউড স্পেশালিস্ট), ম্যানেজার (ইন্টিগ্রেশন লিড), ম্যানেজার (ইন্টিগ্রেশন স্পেশালিস্ট), ম্যানেজার (আইটি সিকিউরিটি এক্সপার্ট), ম্যানেজার (এসআইটি টেস্ট লিড), ম্যানেজার ( পারফর্ম্যান্স টেস্ট লিড), ম্যানেজার (এমআইএস অ্যান্ড রিপোর্টিং অ্যানালিস্ট), ডেপুটি ম্যানেজার (অটোমেশন টেস্ট লিড), ডেপুটি ম্যানেজার (টেস্টিং অ্যানালিস্ট) পদে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ৫০। পদের ভিত্তিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৫ থেকে ৪৮ বছরের মধ্যে। পদ অনুযায়ী, মাসিক বেতনক্রমও হবে বিভিন্ন, যা মূল বিজ্ঞপ্তিতে গিয়ে দেখতে পাবেন প্রার্থীরা। নিযুক্তদের পোস্টিং হবে নভি মুম্বইতে।
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদের জন্য প্রার্থীদের কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিষয়ে বিটেক/ বিই/ এমটেক/ এমএসসি থাকতে হবে। যদি কোনও স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে এমসিএ ডিগ্রি থাকে, তা হলেও আবেদন করা যাবে। তবে প্রার্থীদের আইটি ইনফরমেশন লাইব্রেরি (আইটিআইএল)-তে প্রাথমিক বা উচ্চস্তরের সার্টিফিকেশন থাকা জরুরি। এর পাশাপাশি ন্যূনতম ১৪ বছর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার ডিজ়াইন নিয়ে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
প্রার্থীদের এসবিআই-এর ওয়েবসাইটে গিয়েই আবেদন করতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৭৫০ টাকাও। আবেদনের শেষ দিন আগামী ৫ জুন। এই নিয়োগের বিষয়ে আরও বিস্তারিত জানতে প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইট দেখতে হবে।