WB HS Result 2026

এগিয়ে বিজ্ঞান! উচ্চ মাধ্যমিক প্রথম পর্বে মেধাতালিকা বা পাশের হারে কোণঠাসা কলা-বাণিজ্য

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে বিজ্ঞান বিভাগের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ১১ হাজার ৬২৭ জন। তার মধ্যে পাশ করেছে ১ লক্ষ ১০ হাজার ২৮২ জন। পাশের হার ৯৮.৮০ শতাংশ। বিজ্ঞান বিভাগে ৬০ শতাংশের উপর নম্বর পেয়েছে ৯২ হাজার ২৫৯ জন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২০:১৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম

উচ্চ মাধ্যমিক প্রথম পর্বের ফলাফলে এগিয়ে বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা। সম্ভাব্য মেধাতালিকার প্রথম দশে রয়েছে ৬৯ জন পড়ুয়া। এর মধ্যে ৬৮ জনই বিজ্ঞান বিভাগের পড়ুয়া। মাত্র এক জন বাণিজ্য বিভাগের। কলা বিভাগ থেকে ঠাঁই পায়নি কেউ।

Advertisement

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে বিজ্ঞান বিভাগের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ১১ হাজার ৬২৭ জন। তার মধ্যে পাশ করেছে ১ লক্ষ ১০ হাজার ২৮২ জন। পাশের হার ৯৮.৮০ শতাংশ। বিজ্ঞান বিভাগে ৬০ শতাংশের উপর নম্বর পেয়েছে ৯২ হাজার ২৫৯ জন। ৭৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৩১৪৬ জন। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ২,১১৯ জন।

এর মধ্যে ৬০ থেকে ৭০ শতাংশ নম্বর পেয়েছে, ৪০,০৩০ জন। ৭০ থেকে ৮০ শতাংশ নম্বর পেয়েছে ৩৫,৬৪০ জন। পাশাপাশি ৮০-৯০ শতাংশ নম্বর পেয়েছে ১৪,৪৬০ জন।

Advertisement

বিজ্ঞান বিভাগে ভাল ফল নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “বিগত কয়েক বছর ধরে বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের পাশের হার ভাল। আর এ বছরের এমসিকিউ প্রশ্ন করায় তারা একটু বেশি সুবিধা পেয়েছে।” পাশাপাশি তিনি দাবি করেন, বিজ্ঞান বিভাগের যাঁরা পড়াশোনা করে তারা অনেক বেশি মনোযোগী হয়। কলা বিভাগে মনোযোগের অভাব দেখা যায়।

এ বছর বাণিজ্য ও কলা বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৮০০ এবং ৪ লক্ষ ৯৬ হাজার ৪০৫। পাশের হার বাণিজ্যতে ৯৪.১৯ শতাংশ। কলা বিভাগে পাশের হার ৯২.৫৪ শতাংশ।

উচ্চ মাধ্যমিকে প্রথম পর্বের পরীক্ষায় বসেছিল ৬ লক্ষ ৪৫ হাজার ৮৩২ জন। এর মধ্যে ৬০ থেকে ৭০ শতাংশ নম্বর পেয়েছে ২২.৩৬ শতাংশ, ৭০ থেকে ৮০ শতাংশ নম্বর পেয়েছে ১৩.৬৯ শতাংশ পরীক্ষার্থী। ৮০ থেকে ৯০ শতাংশ নম্বর পেয়েছে ৪.৬৪ শতাংশ এবং ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ০.৪৮ শতাংশ পরীক্ষার্থী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement