প্রকাশিত হয়েছে ফলাফল। প্রতীকী ছবি।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর প্রবেশনারি অফিসার (পিও) পদের প্রাথমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ফল। দেখে নিন, কী ভাবে দেখতে পাবেন ফলাফল।
ফল দেখার জন্য প্রথমে এসবিআই-এর sbi.co.in —ওয়েবসাইটে যেতে হবে।
হোমপেজ থেকে ‘কেরিয়ার’ লেখাটির উপর ক্লিক করতে হবে।
‘রিক্রুটমেন্ট রেজাল্ট’-এ গিয়ে ‘এসবিআই পিও প্রিলিমস ২০২২ রেজাল্ট’ লেখার উপর ক্লিক করতে হবে।
প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করলে ফল দেখতে পেয়ে যাবেন প্রার্থীরা।
পরবর্তী প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।
২০২২-এ দেশের বিভিন্ন রাজ্যে এসবিআই পিও প্রাথমিক পরীক্ষা হয়েছিল ১৭, ১৮, ১৯ এবং ২০ ডিসেম্বর। যে সমস্ত প্রার্থী প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের অনলাইনের মাধ্যমে মূল পরীক্ষা হবে ৩০ জানুয়ারি ’২৩। যার অ্যাডমিট কার্ড শীঘ্রই প্রকাশিত হবে বলে জানানো হয়েছে। প্রায় ১৬৭৩টি শূন্যপদের জন্য এসবিআই পিও পদের পরীক্ষা নেওয়া হচ্ছে।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে এসবিআই-এর ওয়েবসাইটটি দেখুন— sbi.co.in।