এমস জোধপুর ছবি: সংগৃহীত
স্নাতক স্তরে নার্সিং নিয়ে পড়াশোনা করেছেন? এই রকম প্রার্থীদের সরাসরি চাকরির সুযোগ দিচ্ছে রাজস্থানের এমস জোধপুর। মোট ৯৯টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তরফে।
কোন পদে চলছে নিয়োগ?
সিনিয়র নার্সিং অফিসার পদে নিয়োগ করা হবে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত নার্সদের।
কারা আবেদন জানাতে পারবেন?
স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় থেকে নার্সিং-এর ডিগ্রি থাকা দরকার আবেদনকারী প্রার্থীদের। পাশাপাশি, তাঁদের নার্স এবং মিডওয়াইফ হিসেবে রাজ্য কিংবা জাতীয় স্তরের নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।
একই সঙ্গে আবেদনকারীদের স্টাফ নার্স গ্রেড-২ পদে ২০০ শয্যাসম্পন্ন কোনও হাসপাতাল কিংবা চিকিৎসা প্রতিষ্ঠানে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকাও দরকার।
আয়ের সুযোগ কী রকম?
নির্বাচিত প্রার্থীরা মাসে মাসে ৪৭ হাজার থেকে ১ লক্ষ ৫১ হাজার টাকা আয়ের সুযোগ পাবেন এমস জোধপুরে।
কী ভাবে আবেদন করা যাবে?
অনলাইনে এমস জোধপুরের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীরা। সংশ্লিষ্ট ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথি পাঠাতে হবে ওই আবেদনপত্রের সঙ্গেই।
আবেদনের শেষ তারিখ
১৫ জুন, ২০২৩ পর্যন্ত আবেদনকারীরা আবেদন জানাতে পারবেন।
আবেদন সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে এমস জোধপুরের ওয়েবসাইট দেখে নিতে পারেন।