ইগনু সংগৃহীত ছবি
শনিবার ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (ইগনু) তাদের পরবর্তী সেমেস্টারে পুনর্নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু করেছে। পরবর্তী সেমেস্টারটি ২০২৩ এর জানুয়ারি থেকে শুরু হবে। আগ্রহী প্রার্থীরা ইগনু-র সরকারি ওয়েবসাইট-ignou.samarth.edu.in-এ গিয়ে তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন।
প্রার্থীরা ওয়েবসাইট-এ ইউসার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে জানুয়ারির এই সেমেস্টারের জন্য তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন।
প্রার্থীরা কী ভাবে নাম নথিভুক্ত করবেন?
১.প্রথমেই ইগনুর সরকারি ওয়েবসাইট-ignou.samarth.edu.in-এ যেতে হবে।
২. এর পর হোমপেজে ইউস়ার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যে প্রার্থীরা আগে রেজিস্টার করেননি, তাঁদের 'নিউ রেজিস্ট্রেশন'-এ ক্লিক করে নাম ও এনরোলমেন্ট নম্বর দিতে হবে।
৩. লগ ইনের পর রেজিস্ট্রেশন ফর্মে নিজেদের ব্যক্তিগত ও শিক্ষাসম্পর্কিত তথ্য দিতে হবে।
৪. এর পর রেজিস্ট্রেশন ফর্মটি সেভ করে বরাদ্দ অর্থ জমা দিতে হবে।
৫. সব শেষে,রেজিস্ট্রেশন ফর্মটি জমা দিতে হবে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে নাম পুনর্নথিভুক্তকরণের শেষ দিন ৩১ জানুয়ারি।