নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসএমইউ) অধ্যাপক নিয়োগ করবে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। স্পেশাল এডুকেশন বিভাগে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
অবসরপ্রাপ্ত অধ্যাপকরা আবেদন জানাতে পারবেন। যাঁরা আগে সরকারি কোনও প্রতিষ্ঠানে স্পেশাল এডুকেশন বা এডুকেশন বিভাগে পড়িয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ সময়ের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রয়োজনীয় যোগ্যতাগুলি ইউজিসি-র নিয়ম অনুযায়ী মান্য করা হবে। ১ জানুয়ারি ’২৩ অনুযায়ী আবেদনকারীর বয়স ৬৮ বছরের মধ্যে হওয়া দরকার।
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করবে এনএসএমইউ। চলতি মাসের ৬ তারিখে ইন্টারভিউ হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য যেতে হবে এনএসএমইউ-এর প্রধান কার্যালয়, ডিডি ২৬ সল্টলেক, সেক্টর ১ কলকাতা ৭০০৬৪ ঠিকানায়। দুপুর ১টার মধ্যে শুরু হয়ে যাবে ইন্টারভিউ। সঙ্গে আবেদনের জন্য বরাদ্দ টাকা জমা দেওয়া ডিমান্ড ড্রাফট এবং প্রয়োজনীয় নথি রাখা দরকার।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।