নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)-এ স্নাতকোত্তর স্তরে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনেই ২০২২-২৩ শিক্ষাবর্ষের এই কোর্সে ভর্তির আবেদন করা যাচ্ছে। আগামী বছরের জানুয়ারি মাসে এই কোর্সের ক্লাস শুরু হবে। আগ্রহীরা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন।
বিভিন্ন বিভাগের নানা কোর্সে স্নাতকোত্তরে ভর্তি সংক্রান্ত যে তথ্য বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে, সেগুলি হল:
বিভাগ: বিজ্ঞান, হিউম্যানিটিজ, সমাজবিজ্ঞান, এডুকেশন, পেশাদারি বিদ্যা।
কোর্সের নাম: এমএসসি (অঙ্ক, ভূগোল,প্রাণিবিদ্যা), এমএ (বাংলা, ইংরেজি, ইংরেজি ভাষা পড়ানো, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, জনপ্রশাসন এবং শিক্ষা), এমকম, এমএসডাব্লিউ, মাস্টার ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স।
আসন সংখ্যা: আসনসংখ্যা সীমিত হওয়ার নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে কোর্সগুলিতে আবেদন জানানোর পর মেধার ভিত্তিতে পড়ুয়াদের এই সমস্ত কোর্সে ভর্তি নেওয়া হবে।
কোর্স ফি: ভর্তির সময় প্রতিটি কোর্সের প্রথম বছরের জন্য নির্দিষ্ট টাকা জমা দিতে হবে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন বাদে অন্য সমস্ত বিষয়ে এমএ কোর্স ও এমকম কোর্সের জন্য ৪,৭২৫ টাকা, এমএসডাব্লিউ এবং অঙ্কে এমএসসি কোর্সের জন্য ৫,৬৭৫ টাকা, লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্সে স্নাতকোত্তরের জন্য ১০,৪৭৫ এবং সাংবাদিকতা ও গণজ্ঞাপনে স্নাতকোত্তরের জন্য ১৩,৪৭৫ টাকা জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ দিন:
ভর্তির জন্য অনলাইনে আবেদন জমা করার শেষ দিন-৫ জানুয়ারি, ২০২৩, রাত ৯টা।
নথি আপলোড করার শেষ দিন-৭ জানুয়ারি, ২০২৩, রাত ৯টা।
অনলাইন এবং ব্যাঙ্ক চালানের মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ দিন-১০ জানুয়ারি, ২০২৩, রাত ৯টা।
আবেদনকারীরা কোর্সে ভর্তি প্রক্রিয়ার ব্যাপারে সমস্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-http://www.wbnsou.ac.in/-গিয়ে জানতে পারবেন।