Kendriya Vidyalaya

কেভিএস-এর তরফ থেকে পিজিটি পরীক্ষার সিটি স্লিপ প্রকাশিত হয়েছে

পরীক্ষার সিটি স্লিপে কোন শহরে পরীক্ষা পড়েছে-সহ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৩
Share:

প্রকাশিত হয়েছে সিটি স্লিপ। প্রতীকী ছবি।

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস)-এর তরফ থেকে পরীক্ষার সিটি ইনটিমেশন স্লিপ প্রকাশ করা হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার (পিজিটি) পদে নিয়োগের পরীক্ষার সিটি স্লিপ প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রার্থীরা ডাউনলোড করতে পারবেন এই সিটি স্লিপ।

Advertisement

সিটি স্লিপ ডাউনলোড করার জন্য কেভিএস-এর kvsangathan.nic.in এই ওয়েবসাইটে যেতে হবে প্রথমে।

হোমপেজ থেকে ‘অ্যানাউন্সমেন্ট’ সেকশনে যেতে হবে।

Advertisement

‘পোস্ট গ্র্যাজুয়েট টিচার সিটি ডিসপ্লে’ লেখার উপর ক্লিক করতে হবে।

যে নতুন পাতাটি খুলবে, সেখানে আবেদনপত্রের নম্বর এবং পাসওয়ার্ড এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে।

পরীক্ষার সিটি স্লিপ দেখতে পেয়ে যাবেন প্রার্থীরা।

পরবর্তী প্রয়োজনের জন্য সিটি স্লিপ ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।

অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী হিন্দি, পদার্থবিদ্যা, বাণিজ্য বিভাগে পিজিটি পদের পরীক্ষা হবে ১৭ ফেব্রুয়ারি। রসায়ন, ইতিহাস গণিত বিভাগের পরীক্ষা হবে ১৮ ফেব্রুয়ারি এবং বায়ো এবং বায়োটেক বিভাগের পরীক্ষা হবে ২০ ফেব্রুয়ারি। পরীক্ষার সিটি স্লিপে কোন শহরে পরীক্ষা পড়েছে-সহ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে কেভিএস-এর ওয়েবসাইটটি দেখুন- kvsangathan.nic.in।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement