আইআইটি খড়্গপুর। সংগৃহীত ছবি।
রাজ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে গবেষণাধর্মী কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের একটি বিভাগে কেন্দ্রীয় সংস্থার অর্থানুকূল্যে একটি প্রকল্পের কাজ হবে। সেখানেই গবেষক নিয়োগ করা হবে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের স্কুল অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রকল্পের কাজ সম্পন্ন হবে। স্তন ক্যানসার নিরাময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে গবেষণার কাজ হবে। প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।
প্রকল্পে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর এক মাস।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ২৮,০০০ টাকা।
আবেদনকারীদের এমফার্ম বা জীবনবিজ্ঞান/ রসায়ন/ নিউক্লিয়ার মেডিসিনে এমএস/ এমএসসি ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। মহিলা প্রার্থী বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১০০ টাকা। আগামী ৬ মে আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিশদ জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।