প্রতীকী ছবি
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (ইগনু)-তে পরীক্ষার ফর্ম জমা দেওয়ার শেষ দিন ১০ নভেম্বর ২০২২ তারিখে। আর কিছু ঘণ্টা সময় রয়েছে। রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা ফর্ম জমা দিতে পারবেন ইগনুর অফিসিয়াল পোর্টালে। প্রতি কোর্স অনুয়ায়ী ফর্মের মূল্য ২০০ টাকা করে ধার্য করা হয়েছে। এমন টাই জানানো হয়েছে ইগনুর নিজস্ব ওয়েবসাইটে।
তবে, প্রতি কোর্সের ২০০ টাকার সঙ্গে লেট ফাইন ১১০০ টাকা-সহ পরীক্ষার ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১১ থেকে ১৫ নভেম্বর। অনলাইনের মাধ্যমে ফর্ম এবং টাকা জমা দেওয়া যাবে। ডিসেম্বর ২০২২ সালের পরীক্ষার্থীরা এই ফর্ম জমা দিতে পারবেন।
পাশাপাশি, আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইগনুর নিজস্ব ওয়েবসাইটে। জুলাই ২০২২ শিক্ষাবর্ষে ইউজি এবং পিজি-তে ভর্তির সময়সীমার মেয়াদ বৃদ্ধি করা হল। ডিস্ট্যান্স এবং অনলাইন, দু’ই পর্যায়ের শিক্ষার্থীদের জন্যই বাড়ানো হয়েছে মেয়াদ। ১১ নভেম্বর ২০২২ তারিখ পর্যন্ত সময়সীমা রাখা হয়েছে।
http://ignou.ac.in/ ইগনুর এই ওয়েবসাইট থেকে উপরের দু’টি বিষয়েই বিস্তারিত জানতে পারবেন শিক্ষার্থীরা।