আইএসিএস। সংগৃহীত ছবি।
যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ গবেষণামূলক কাজের সুযোগ। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের একটি স্কুলে প্রকল্পের কাজ হবে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
গবেষণা প্রকল্পের কাজ হবে প্রতিষ্ঠানের স্কুল অফ অ্যাপ্লায়েড অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সেসে। গবেষণা প্রকল্পের সায়েন্টিফিক সোশ্যাল রেস্পন্সিবিলিটি (এসএসআর)-এর তরফে এই নিয়োগ। নিয়োগ করা হবে স্টুডেন্ট ইন্টার্ন। শূন্যপদ একটি। প্রকল্পে আগামী তিন মাস অর্থাৎ মে থেকে জুলাই মাস পর্যন্ত অস্থায়ী ভাবে কাজের সুযোগ পাবেন নিযুক্ত ব্যক্তি।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের ভৌতবিজ্ঞান বা ফিজ়িক্যাল সায়েন্সেসের কোনও বিষয়ে স্নাতকোত্তর স্তরে পাঠরত হতে হবে। নিয়োগের পর প্রতি মাসে তাঁর ফেলোশিপের পরিমাণ হবে ৬,৫০০ টাকা।
আগ্রহীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৬ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।