SSC CGL

এসএসসি সিজিএল-এর প্রথম স্তরের পরীক্ষার দিন ঘোষণা

যে পরীক্ষার্থীরা এই পরীক্ষার জন্য রেজিস্টার করেছিলেন, তাঁরা এসএসসি-র সরকারি ওয়েবসাইট ssc.nic.in.-এ গিয়ে পরীক্ষার রুটিনটি দেখে নিতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২২ ১৮:২০
Share:

এসএসসি সিজিএল সংগৃহীত ছবি

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল (সিজিএল)-এর প্রথম স্তরের পরীক্ষার দিন ঘোষণা করেছে। যে পরীক্ষার্থীরা এই পরীক্ষার জন্য রেজিস্টার করেছিলেন, তাঁরা এসএসসি-র সরকারি ওয়েবসাইট ssc.nic.in.-এ গিয়ে পরীক্ষার রুটিনটি দেখে নিতে পারবেন।

Advertisement

এসএসসি সিজিএল-এর প্রথম স্তরের পরীক্ষাটি ১-১৩ ডিসেম্বরের মধ্যে আয়োজন করা হবে। যদিও এই সময়সূচি প্রয়োজন পড়লে পরিবর্তিতও হতে পারে।

পরীক্ষার গুরুত্বপূর্ণ দিনগুলি হল:

Advertisement
  • পরীক্ষা নেওয়া হবে ১-১৩ ডিসেম্বরের মধ্যে।
  • পরীক্ষার অ্যাডমিট কার্ডটি খুব শীঘ্রই প্রকাশ করা হবে।

পরীক্ষার ধরন:

১. এসএসসি সিজিএল-এর এই পরীক্ষাটি অনলাইনে কম্পিউটারের মাধ্যমে নেওয়া হবে।

২. পরীক্ষায় অবজেক্টিভধর্মী বহুবিকল্পভিত্তিক প্রশ্ন থাকবে। যে বিষয়গুলি থেকে প্রশ্ন করা হবে, সেগুলি হল-সাধারণ বুদ্ধিমত্তা, রিজনিং ও কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউট।

৩. এসএসসি সিজিএল-এর প্রশ্নগুলি ইংরেজি ও হিন্দি দু'টি ভাষাতেই করা হবে।

৪. এই পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরে ০.৫ নম্বর কেটে নেওয়া হবে।

৫. পরীক্ষায় বরাদ্দ সময় ধার্য হয়েছে ১ ঘন্টা।৬. পরীক্ষায় ১০০ টি প্রশ্নে মোট ২০০ নম্বর বরাদ্দ করা হবে।

এই পরীক্ষার অ্যাডমিট কার্ডটিও শীঘ্রই প্রকাশ করা হবে বলেও জানিয়েছে এসএসসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement