CSIR Admission 2025

অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং টেকনোলজি নিয়ে এক বছরের কোর্স, ক্লাস হবে দুর্গাপুরে

অ্যাডমিশন ফি হিসাবে ৪,০০০ টাকা ধার্য করা হয়েছে। ১২ অগস্ট থেকে ক্লাস শুরু হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৫:৪৭
Share:
Central Mechanical Engineering Research Institute.

সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের তরফে একটি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করানো হবে। অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং টেকনোলজি বিষয়টি ওই কোর্সের মাধ্যমে শেখানো হবে। দু’টি সিমেস্টারে কোর্সের ক্লাস সম্পূর্ণ হবে।

Advertisement

মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়গুলির মধ্যে যে কোনও একটিতে স্নাতকেরা উল্লিখিত কোর্সটি করার সুযোগ পাবেন। মোট পাঁচটি আসনে ভর্তি নেওয়া হবে।

লিখিত পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ের মাধ্যমে আগ্রহীদের যোগ্যতা যাচাই করা হবে। অ্যাডমিশন ফি হিসাবে ৪,০০০ টাকা, সিমেস্টার পিছু ফি ১৫,৫০০ টাকা ধার্য করা হয়েছে।

Advertisement

কম্পিউটার প্রোগ্রামিং এবং নিউমেরিক্যাল মেথডস সংক্রান্ত থিয়োরি ক্লাসের পাশাপাশি, ক্যাড/ক্যাম সফট্অয়্যার, মাইক্রো ইডিএম, লেজ়ার ইনটারফেরোমিটার, স্ক্যানিং ইলেক্ট্রন মাইক্রোস্কোপের মতো একাধিক যন্ত্র ব্যবহারের কৌশল হাতেকলমে শেখানো হবে।

আবেদনের শেষ দিন ৩১ মে। বাছাই করা প্রার্থীদের নাম ১৭ জুন ঘোষণা করা হবে এবং তাঁদের ইন্টারভিউ বা পরীক্ষা ২০ জুন থেকে ৪ জুলাইয়ের মধ্যে নেওয়া হবে। ১২ অগস্ট থেকে ক্লাস শুরু হতে চলেছে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement