MBA Admission in CU 2025

এমবিএ করার ইচ্ছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া

২০২৫-’২৭ শিক্ষাবর্ষের জন্য পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। আসন সংখ্যা রয়েছে ৩৮টি। প্রতি সিমেস্টার ৪০ হাজার টাকা করে ধার্য করা হয়েছে কোর্স ফি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৬
Share:
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমবিএ (মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন) কোর্সে ভর্তির সুযোগ। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।

Advertisement

দু’বছরের ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টের উপর এমবিএ কোর্সের ভর্তির জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৫-’২৭ শিক্ষাবর্ষের জন্য পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। আসন সংখ্যা রয়েছে ৩৮টি। প্রতি সিমেস্টার ৪০ হাজার টাকা করে ধার্য করা হয়েছে কোর্স ফি। আবেদনের জন্য প্রার্থীকে কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট) এবং ম্যানেজমেন্ট অ্যাপ্টিটিউড টেস্ট (ম্যাট) উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। কোর্সে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের শিক্ষাগত যোগ্যতা ছাড়াও গ্রুপ ডিসকাশন (জিডি) এবং পার্সোনাল ইন্টারভিউ (পিআই)-এর মাধ্যমে মেধা যাচাই করা হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। অসংরক্ষিত এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য যথাক্রমে ১০০০ এবং ৫০০ টাকা। আগামী বছরের ১৭ জুন আবেদনের শেষ দিন। এর পর বিশ্ববিদ্যালয়ে জিডি এবং পিআইয়ের আয়োজন করা হবে যথাক্রমে ২৫ জুন। জুলাই থেকে ক্লাস শুরু হবে। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement