Admission through AUAT 2025

স্নাতক, স্নাতকোত্তর, বিএড-এ ভর্তির প্রক্রিয়া শুরু আলিয়া বিশ্ববিদ্যালয়ে, কোন কোন বিষয়ে?

প্রতিটি বিভাগে আবেদনের জন্য আলাদা আলদা যোগ্যতা রয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষায় (এইউএটি ২০২৫) উত্তীর্ণ হলেই ভর্তি হওয়া যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৮:১৬
Share:

আলিয়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

স্নাতক, স্নাতকোত্তর এবং বিএড স্তরে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে আলিয়া বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য শুরু হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া।

Advertisement

সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যচেলর অফ টেকনোলজি/ মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি, ব্যাচেলর/ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পাশাপাশি বাংলা, আরবি-সহ আরও বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ ছাড়াও মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, নার্সিং এ বিএসসি, আইনে স্নাতকোত্তর-সহ বিএড নিয়ে পড়তে আগ্রহীরাও আবেদন করতে পারবেন। প্রতিটি বিভাগে আবেদনের জন্য আলাদা আলাদা যোগ্যতা রয়েছে। সেগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন। তবে আলিয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষায় (এইউএটি ২০২৫) উত্তীর্ণ হলেই ভর্তি হওয়া যাবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২০ এপ্রিল। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement