AIIMS Kalyani Recruitment 2025

এমস কল্যাণীতে একাধিক পদে কর্মী নিয়োগ, যোগ্যতা যাচাই ইন্টারভিউয়ের মাধ্যমে

প্রজেক্ট নার্স-২ পদে আবেদনকারীদের জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (জিএনএম)-এর তিন বছরের কোর্স সম্পূর্ণ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৮:৩৮
Share:
AIIMS Kalyani

এমস কল্যাণী। সংগৃহীত ছবি।

বয়ঃসন্ধিকালীন মেয়েদের ঋতুস্রাবের জন্য টেকসই পণ্য তৈরি নিয়ে গবেষণাধর্মী কাজ হবে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট প্রকল্পের জন্য গবেষক প্রয়োজন। এর জন্য অর্থ যোগান দেবে একটি কেন্দ্র সরকার অধীনস্থ সংস্থা। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

প্রতিষ্ঠানের কমিউনিটি মেডিসিন ও ফ্যামিলি মেডিসিন বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ডেভেলপিং আ কমিউনিটি-বেসড মডেল ফর দি অ্যাডপশন অফ সাস্টেনেবেল মেন্সট্রুয়াল প্রোডাক্টস অ্যামং অ্যাডোলেসেন্ট গার্লস: আ টু ফেজ় ইন্টারভেনশনাল ফিজ়িবিলিটি স্টাডিজ়’। প্রকল্পটি কেন্দ্র সরকার অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অর্থপুষ্ট।

প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-২ (নন মেডিক্যাল), প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ এবং প্রজেক্ট নার্স-২ পদে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা চার। প্রকল্পে নিযুক্তদের প্রথমে কাজের মেয়াদ থাকবে ছ’মাস। এর পরে প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়িয়ে তিন বছর পর্যন্ত করা হতে পারে।

Advertisement

প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-২ (নন মেডিক্যাল), প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ এবং প্রজেক্ট নার্স-২ পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে যথাক্রমে ৪০, ৩৫ এবং ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-২ (নন মেডিক্যাল), প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ এবং প্রজেক্ট নার্স-২ পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে যথাক্রমে ৬৭,০০০ টাকা, ২৮,০০০ টাকা এবং ২০,০০০ টাকা । এ ছাড়া, বাড়িভাড়া বাবদ ভাতাও মিলবে।

প্রজেক্ট নার্স-২ পদে আবেদনকারীদের জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (জিএনএম)-এর তিন বছরের কোর্স সম্পূর্ণ করতে হবে। বাকি পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।

আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র-সহ অন্যান্য নথি জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১ এপ্রিল। এর পর প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement