Editorial News

গোটা দেশ অপেক্ষায়

আজীবন যে রাজনীতি তিনি করেছেন, তার ঠিক বিপরীত রাজনীতির প্রবক্তা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কর্মসূচিতে কী ভেবে যোগ দিচ্ছেন প্রণব মুখোপাধ্যায়? আজ তাঁর বার্তা ঠিক কী হবে? উত্তর খুঁজছে সমগ্র ভারত।

Advertisement

অঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ০৭ জুন ২০১৮ ০০:৫১
Share:

নাগপুর থেকে কী বার্তা দেবেন প্রণব মুখোপাধ্যায়, অপেক্ষায় গোটা দেশ। ফাইল চিত্র।

তাঁর রাজনৈতিক জীবন সুদীর্ঘ। তাঁর বিচরণ ছিল মূলত রাজনীতির সর্বোচ্চ স্তরে। রাজনৈতিক আদর্শের সঙ্গে খুব বড় আপোস তিনি কোনও দিনই করেননি। সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার পরে তা হলে কী হল? আজীবন যে রাজনীতি তিনি করেছেন, তার ঠিক বিপরীত রাজনীতির প্রবক্তা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কর্মসূচিতে কী ভেবে যোগ দিচ্ছেন প্রণব মুখোপাধ্যায়? আজ তাঁর বার্তা ঠিক কী হবে? উত্তর খুঁজছে সমগ্র ভারত।

Advertisement

নাগপুরে কাদের সামনে ভাষণ দেবেন প্রণব মুখোপাধ্যায়? আরএসএস-এর সর্বোচ্চ স্তরের প্রশিক্ষণপ্রাপ্ত স্বয়ংসেবকদের সামনে প্রণব মুখোপাধ্যায় ভাষণ দেবেন। সঙ্ঘ সম্পর্কে রাজনীতিক প্রণবের যে অবস্থান ছিল সারা জীবন, তাতে সদ্য সঙ্ঘীয় প্রশিক্ষণপ্রাপ্ত স্বয়ংসেবকদের উদ্বুদ্ধ করার মতো কথা প্রণব মুখোপাধ্যায়ের থেকে আশা করা কঠিন কিন্তু সঙ্ঘের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রণব মুখোপাধ্যায় নাগপুর যাবেন এবং সেখানে গিয়ে সঙ্ঘেরই সমালোচনা করবেন, এমনটা অনেকেই বিশ্বাস করতে পারছেন না।

আজীবন কংগ্রেস বৃত্তে থাকা প্রণব মুখোপাধ্যায় মূলত গণতান্ত্রিক সমাজবাদের পক্ষে সওয়াল করে গিয়েছেন। আরএসএস বা বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির কঠোর সমালোচক হিসেবেই তাঁকে দেখেছে গোটা দেশ। সঙ্ঘ শিক্ষাবর্গের সমারোপ সমারোহে প্রণব মুখোপাধ্যায় কী বার্তা দিতে পারেন, তা আন্দাজ করতে অনেকেই আরএসএস সম্পর্কে প্রণবের সারাজীবনের অবস্থানে চোখ রাখছেন। রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখোপাধ্যায় যে শেষ ভাষণটি দিয়েছিলেন, তাতেও কট্টরবাদ-মৌলবাদ-অসহিষ্ণুতার বিরুদ্ধে কথা বলতে শোনা গিয়েছিল প্রণব মুখোপাধ্যায়কে। সে ভাষণে প্রণববাবু মনে করিয়ে দিয়েছিলেন, দেশে অসহিষ্ণুতা এবং অসহিষ্ণুতাজনিত হিংসা বাড়ছে, যা দেশের পক্ষে বিপজ্জনক। তিনি মনে করিয়ে দিয়েছিলেন, ভারত বহুত্ব এবং বৈচিত্রের দেশ এবং বহুত্বই ভারতের সবচেয়ে বড় শক্তি। বহুত্বে যাঁরা আঘাত হানতে চান, তাঁদের বিরুদ্ধে সংগ্রামের বার্তাই শোনা গিয়েছিল রাষ্ট্রপতি প্রণবের শেষ ভাষণে। প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে সেই অবস্থান থেকে আমূল সরে যাবেন প্রণব, এমনটা অনেকেই মনে করছেন না।

Advertisement

সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা আপনার ইনবক্সে পেতে চান? সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

অনেকে আবার মনে করছেন, রাজনীতিক প্রণবের সৌজন্যবোধ তাঁকে আরএসএস-এর সমালোচনা থেকে দূরে রাখবে। ভারতের সংসদীয় গণতান্ত্রিক রাজনীতিতে বরাবরই বিভিন্ন দলের সঙ্গে সৌজন্যের সম্পর্ক রক্ষা করে গিয়েছেন প্রণব মুখোপাধ্যায়। আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গেও তাঁর ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট মসৃণ থেকেছে। এ বার ভাগবতের আমন্ত্রণে সঙ্ঘ সদর দফতরের বাত্সরিক কর্মসূচিতে উপস্থিত হয়ে ভাগবতের নীতির সমালোচনা করবেন প্রণব মুখোপাধ্যায়, এমনটা অনেকেই বিশ্বাস করছেন না। সঙ্ঘ সম্পর্কে সদর্থক কথাবার্তাই বলবেন প্রণব, অনেকেই এমনটা মনে করছেন।

আরও পড়ুন: অনুষ্ঠানের ২৪ ঘণ্টা আগেই প্রণব নাগপুরে, কিন্তু সঙ্ঘের আপ্যায়ন থেকে দূরে

এক প্রবীণ রাজনীতিক তথা প্রাক্তন রাষ্ট্রপ্রধানের আশু বার্তা সম্পর্কে এ ভাবেই দোলাচলে গোটা দেশ। অসহিষ্ণুতা বা কট্টরবাদের বিরুদ্ধে তাঁর আজীবনের অবস্থান কি প্রণব মুখোপাধ্যায় বদলাবেন? না কি সঙ্ঘের মঞ্চকে ব্যবহার করেই অসহিষ্ণুতা বা কট্টরবাদের বিরুদ্ধে এ যাবত্ সবচেয়ে কঠোর বার্তাটি তুলে ধরবেন? না কি ভারসাম্যের খোঁজ করবেন? প্রশ্নচিহ্ন সঙ্গী করে অপেক্ষায় রয়েছে সমগ্র জাতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement