দক্ষিণবঙ্গে শীতকাল এখন বিদ্যুচ্চমকের মতো, মুহূর্তে অতিক্রান্ত। গঙ্গাসাগর মেলা নাতিশীতোষ্ণ কেটেছে; পূর্বাভাস দেখে মনে হচ্ছে, বইমেলা সম্ভবত তার চেয়েও গরমে কাটবে। পরশুরামের আমলে পুজোর ছুটি পড়ার মুখেই গৃহিণীরা নির্ভয়ে লেপ-কাঁথা রোদে দিতেন। বঙ্গজীবন থেকে এখন লেপ মোটের উপরে উঠেই গিয়েছে। এমনকি মাঙ্কি ক্যাপও ইদানীং বিরল, দার্জিলিং লেবু বিরলতর। শীত বলতে কি পড়ে থাকবে শুধু টেট্রাপ্যাকের নলেন গুড় আর অকৃত্রিম নস্টালজিয়া?