Editorial news

রাজ্য জুড়ে তীব্র সন্ত্রাস, রক্তাক্ত মনোনয়ন ও আরও খবর

সারাদিন সংবাদের শিরোনামে ছিল পঞ্চায়েত নির্বাচন ঘিরে সন্ত্রাসের খবর। আর কী কী ঘটেছে দেখে নিন

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৮ ১৯:৩১
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

হাইকোর্টের নির্দেশ মতো সোমবার মনোনয়ন জমা দেওয়ার জন্য ‘অতিরিক্ত’ একটা দিন পাওয়া গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা কতটা কার্যকরী হল আর কতটা প্রহসনে দাঁড়াল— তা নিয়ে প্রশ্ন উঠিয়ে রাখল সারাদিনের ছবি।

Advertisement

বিরোধীদের মনোনয়ন আটকাতে সোমবারও লাগামছাড়া সন্ত্রাসের ছবি দেখা গেল জেলা থেকে জেলায়। লাঠি-গুলি-বোমা-ইটবৃষ্টি— যেখানে যেমন ‘ওষুধ’ দরকার পড়ল, তেমনই প্রয়োগ করল শাসকের বাহিনী।

বীরভূমের সিউড়িতে গুলিতে প্রাণ গেল একজনের। উত্তর ২৪ পরগনার গোপালনগরে আর একজনের। একাধিক জেলায় জ্বলল একের পর এক বাড়ি। আর গোটা মনোনয়ন পর্বের মতো এ দিনও শাসক সন্ত্রাসে ‘নিষ্ক্রিয় সমর্থন’ জোগানোর অভিয়োগ উঠল পুলিশের বিরুদ্ধে।

Advertisement

সারাদিন সংবাদের শিরোনামে ছিল পঞ্চায়েত নির্বাচন ঘিরে সন্ত্রাসের খবর। আর কী কী ঘটেছে দেখে নিন

• নির্লজ্জ বেলাগাম সন্ত্রাস, বোমা-বন্দুক হাতে ঝাঁপাল শাসক, নিহত ৩
কিছুতেই যেন কিছু এসে যায় না। বিরোধীদের মনোনয়নআটকাতে সোমবারও লাগামছাড়া সন্ত্রাসের ছবি দেখা গেল জেলা থেকে জেলায়। লাঠি-গুলি-বোমা-ইটবৃষ্টি— যেখানে যেমন ‘ওষুধ’ দরকার পড়ল, তেমনই প্রয়োগ করল শাসকের বাহিনী। সবিস্তার পড়তে ক্লিক করুন

• রাজ্য জুড়ে তীব্র সন্ত্রাস, আক্রান্ত বিধায়ক, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রীও
মাত্র চার ঘণ্টার জন্য মনোনয়ন জমা নেওয়ার ব্যবস্থা করেছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই চার ঘণ্টাকে সব রকম ভাবে উপদ্রুত এবং সন্ত্রস্ত রাখতে সকাল থেকে শুরু হয়ে গেল ‘অপারেশন’। সবিস্তার পড়তে ক্লিক করুন

• প্রাণপণ দৌড়চ্ছি, বোমাটা ফাটল ফুট বিশেক দূরে
তখন বেলা ১১টা ২০ মিনিট। সময়টা মনে আছে, কারণ বিজেপির সিউড়ি জেলা দফতরে ঢোকার আগে ঘড়িটা দেখেছিলাম। বিজেপির জেলা দফতর থেকে সিউড়ি প্রশাসনিক ভবন মেরেকেটে ৩০০ মিটার। সবিস্তার পড়তে ক্লিক করুন

• স্কুলে তুলে নিয়ে গিয়ে শিশুকে ধর্ষণ, এ বার ওডিশায়
কেন্দ্রীয় মন্ত্রিসভায় অর্ডিন্যান্স পাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শিশু ধর্ষণের আরও একটি ঘটনা ঘটল। এ বার ওডিশায়। শনিবারই কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি অর্ডিন্যান্স পাশ হয়। যাতে বলা হয়, এ বার শিশু ধর্ষণের শাস্তি হবে মৃত্যুদণ্ডই। সবিস্তার পড়তে ক্লিক করুন

• বিজেপির হাত থেকে বেটি বাঁচাও, নয়া স্লোগান রাহুলের

বিজেপি-র হাত থেকে বেটি বাঁচাও (বিজেপি সে বেটি বাঁচাও)! সোমবার এই নতুন স্লোগান দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। বিজেপি-র ‘বেটি বাঁচাও’-এর পাল্টা স্লোগান। সবিস্তার পড়তে ক্লিক করুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement