চিরন্তন জুটি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
কলকাতার এক হোটেলের অন্দরে তখন সাজো সাজো রব। প্যাসেজে চেয়ার সাজিয়ে রাখা হয়েছে। একটু পরেই তাঁরা এসে বসবেন। তাঁরা এলেন, বললেন এবং জয় করলেন।
তাঁরা প্রসেনজিত্ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। পয়লা বৈশাখের স্পেশ্যাল আড্ডায় আমাদের সঙ্গী এই জুটি।
বাংলার নতুন বছর মানেই প্রসেনজিত্ এবং ঋতুপর্ণার কাছে উপহার পাওয়ার মরসুম। প্রসেনজিতের কথায়, ‘‘নতুন বছরে উপহার মাস্ট। তবে এখন আমার দেওয়ার ভাগ বেশি। যাঁরা আমার সঙ্গে সারা বছর কাজ করেন, তাঁদের খুব সামান্য হলেও এ সময়টা কিছু দেওয়ার চেষ্টা করি।’’
বাঙালিয়ানা কি এখন শুধুই পয়লা বৈশাখ কেন্দ্রিক? না! এ কথা একেবারেই মানতে চাইলেন না তাঁরা। ঋতুপর্ণা শেয়ার করলেন তাঁর ছেলের গল্প। তিনি বললেন, ‘‘আমার ছেলের সদ্য পৈতে হয়েছে। ও বেশ কয়েক বছর সিঙ্গাপুরে থেকে পড়াশোনা করছে। আমরা কিন্তু ওকে কোনও নিয়ম পালন করতে জোর করিনি। ও নিজের আগ্রহেই করেছে। ফলে এখনকার প্রজন্মও বাঙালিয়ানাটা বজায় রাখতে চায়।’’
ঠিক এই জায়গা থেকেই কথার সূত্র ধরলেন প্রসেনজিত্। তিনি মনে করেন, ‘‘এটাই আজকের প্রজন্ম। এ যুগের বাঙালি। আমরা কোনও কিছু করতাম বাবা-মা করতে বলেছে বলে। আর ওরাও করে। তবে সব কিছুর পিছনের কারণটা স্পষ্ট করে জেনে নেয়।’’
নববর্ষের স্পেশ্যাল আড্ডায় আর কী কী শেয়ার করলেন এই জুটি? দেখুন আমাদের এক্সক্লুসিভ ভিডিও।
ভিডিওর লোকেশন সৌজন্য: দ্য ললিত গ্রেট ইস্টার্ন।