চিত্রকলা ও ভাস্কর্য ২

বিষয় যখন উন্মুক্ত নিসর্গ

সুজাতা কর সাহা তাঁর ছবিতে দিগন্তকে ধ্যানের কেন্দ্র করেছেন। সম্প্রতি অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল তাঁর একক ‘দ্য হরাইজন’। দিগন্তব্যাপ্ত নিসর্গ হয়ে উঠেছে প্রধান বিষয়। প্রতিচ্ছায়াবাদী এই নির্জন নিসর্গে শিল্পী প্রকৃতির উদাত্ততার সঙ্গে নিজের ধ্যানের কেন্দ্রটিকে মেলাতে চেয়েছেন।

Advertisement

মৃণাল ঘোষ

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৫ ০০:০১
Share:

সুজাতা কর সাহা তাঁর ছবিতে দিগন্তকে ধ্যানের কেন্দ্র করেছেন। সম্প্রতি অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হল তাঁর একক ‘দ্য হরাইজন’। দিগন্তব্যাপ্ত নিসর্গ হয়ে উঠেছে প্রধান বিষয়। প্রতিচ্ছায়াবাদী এই নির্জন নিসর্গে শিল্পী প্রকৃতির উদাত্ততার সঙ্গে নিজের ধ্যানের কেন্দ্রটিকে মেলাতে চেয়েছেন। বুনোটের কল্পনাদীপ্ত দক্ষ ব্যবহার, দূর ও নিকটের সমন্বয়ী মেলমন্ধন তাঁর রচনাগুলিতে নিজস্ব ভাবনার উৎসারণ ঘটিয়েছে।

Advertisement

প্রদর্শনী

চলছে

Advertisement

অ্যাকাডেমি: • বিচিত্রা আজ শেষ।

গৌরাঙ্গ ব্রক্ষ্ম আজ শেষ।

অ্যান্টিভাইরাস ২৮ পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি: • অখিলেশ, অনসূয়া প্রমুখ ২০ ডিসেম্বর পর্যন্ত।

আড্ডা কাল শেষ।

গ্যালারি ৮৮: • ইন্দ্রপ্রমিত রায় ১৫ ডিসেম্বর পর্যন্ত।

চিত্রকূট: • বি পানেসর ২৮ পর্যন্ত।

কেমোল্ড: • মাল্টিভার্স ২৮ পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement