লোকসভায় পাশ কয়লা বিল, নিলাম হল তিনটি খনি

লোকসভায় পাশ হল কয়লা বিল। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল কয়লা খনিগুলি নিলাম করতে দু’দফায় অর্ডিন্যান্স জারি করেছিল কেন্দ্র। যা আইনে পরিণত না-হলে সমস্যায় পড়ত বর্তমানে চলা খনি নিলাম। বুধবার পাশ হওয়া কোল মাইন্স (স্পেশাল প্রভিশন্স) ২০১৫ বিলটি ওই অর্ডিন্যান্সেরই জায়গা নেবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৫ ০২:১৪
Share:

লোকসভায় পাশ হল কয়লা বিল। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল কয়লা খনিগুলি নিলাম করতে দু’দফায় অর্ডিন্যান্স জারি করেছিল কেন্দ্র। যা আইনে পরিণত না-হলে সমস্যায় পড়ত বর্তমানে চলা খনি নিলাম। বুধবার পাশ হওয়া কোল মাইন্স (স্পেশাল প্রভিশন্স) ২০১৫ বিলটি ওই অর্ডিন্যান্সেরই জায়গা নেবে। কেন্দ্রীয় কয়লা ও বিদ্যুৎমন্ত্রী পীযূষ গয়াল বলেন, দেশে বিদ্যুৎ সমস্যা মেটাতে এটা জরুরি। এর জেরে খনি নিলাম প্রক্রিয়াতেও স্বচ্ছতা আসবে। বন্ধ হবে কয়লা শিল্পে সংস্থাগুলির একচেটিয়া কারবার। তবে এ দিনও বিলের তীব্র বিরোধিতা করেছে সিপিএম-সহ বিভিন্ন বিরোধী দল।

Advertisement

এ দিকে, বুধবারই দ্বিতীয় দফার কয়লা ব্লক নিলাম শুরু করেছে কেন্দ্র। প্রথম দিনে নিলাম হয়েছে ৩টি খনি। যার মধ্যে বৃন্দা অ্যান্ড সাসাই খনিটি পেয়েছে উষা মার্টিন। জিৎপুর ও মৈত্র খনি দু’টি পেয়েছে যথাক্রমে আদানি পাওয়ার ও জেএসডব্লিউ স্টিল। এই পর্যায়ে ১৫টি ব্লক নিলামে তুলছে কেন্দ্র। জমা পড়েছে ৮০টি বৈধ দরপত্র। প্রথম দফায় ১৯টি খনি নিলাম হলেও, তার মধ্যে সফল হয়েছে ১৫টি।

শুরু হল স্পেকট্রাম নিলাম: রাজকোষে ৮২ হাজার কোটি টাকারও বেশি রাজস্ব পোরার লক্ষ্যমাত্রা নিয়ে বুধবার স্পেকট্রাম নিলাম শুরু করল কেন্দ্র। এবং নিলামে ওঠা চারটি ব্যান্ডের স্পেকট্রাম কেনার জন্য প্রথম দিনেই টেলিকম সংস্থাগুলি দর হাঁকল মোট ৬০ হাজার কোটি টাকার। শেষ পর্যন্ত স্পেকট্রামের নূন্যতম দরের ভিত্তিতে হিসাব করা ওই ৮২ হাজার কোটির লক্ষ্য পূরণ হলে, এটাই হবে টুজি ও থ্রিজি স্পেকট্রাম বিক্রির বৃহত্তম নিলাম।

Advertisement

নিলামে ৮টি টেলি সংস্থা দর হাঁকছে ৪টি ব্যান্ডের স্পেকট্রাম কিনতে। ৯০০, ১,৮০০ ও ৮০০ মেগাহার্ৎজ ব্যান্ডের মোট ৩৮০.৭৫ মেগাহার্ৎজ স্পেকট্রাম ও ২,১০০ মেগাহার্ৎজ ব্যান্ড-এর ৫ মেগাহার্ৎজ স্পেকট্রাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement