এ বার ভারতে প্রতিযোগিতা কমিশন (সিসিআই)-এর আতস কাঁচের তলায় পড়তে চলেছে ফেসবুক-হোয়াটসঅ্যাপ চুক্তি। সম্প্রতি ১,৯০০ কোটি ডলারে ম্যাসেজিং সংস্থা হোয়াটসঅ্যাপ-কে হাতে নিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। এর ফলে ভারতে প্রতিযোগিতার কোনও নিয়ম লঙ্ঘিত হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্য দিকে, প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে প্রমাণ হলে এখানে আর এক মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগলকে প্রায় ৫০০ কোটি ডলার জরিমানা করা হতে পারে বলেও কমিশন সূত্রে খবর।
যে সংস্থা ব্যবসা সূত্রে ভারতের সঙ্গে যুক্ত, তাদের যে কোনও ধরনের অধিগ্রহণই খতিয়ে দেখে প্রতিযোগিতা কমিশন। ভারতে প্রায় ৯.৩ কোটি মানুষ ফেসবুক ও চার কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এঁদের স্বার্থ সুরক্ষিত রাখতেই এই চুক্তি খুঁটিয়ে দেখা হবে বলে জানিয়েছে সিসিআই।
বহুদিন ধরেই ব্যবহাকারীদের তথ্য বিজ্ঞাপনের কাজে লাগিয়ে মুনাফা করার অভিযোগ রয়েছে ফেসবুকের বিরুদ্ধে। তাই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের গোপন তথ্যও এ বার সুরক্ষিত থাকবে না বলে মনে করছেন অনেকে। যে কারণে মার্কিন মুলুকেও এই চুক্তিতে অনুমোদন না দিতে নিয়ন্ত্রকদের কাছে আবেদন করেছে দু’টি সংগঠন। এই অবস্থায় ভারতেও এই চুক্তি খতিয়ে দেখা হবে জানিয়ে দিল কমিশন।
অন্য দিকে, গত দু’বছর ধরেই বেশ কয়েকটি সংস্থার অভিযোগের ভিত্তিতে গুগ্লের বিরুদ্ধে তদন্ত করছে সিসিআই। অভিযোগ, বাজার দখলের সুবিধা নিয়ে তাদের সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের কাছে পক্ষপাতিত্বপূর্ণ ওয়েবসাইটের তথ্য সরবরাহ করছে গুগল। যা প্রমাণিত হলে গত ৩ বছরের গড় আয়ের ১০% জরিমানা দিতে হবে।