দশ মাসেই হিসাব ছাড়িয়ে গেল রাজকোষ ঘাটতি

আসন্ন লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের দুশ্চিন্তা আরো বাড়িয়ে ১০ মাসেই বাজেটের হিসাব ছাড়িয়ে গেল রাজকোষ ঘাটতি। হতাশ করেছে জাতীয় আয় বা জিডিপি বৃদ্ধির হারও। শিল্পোৎপাদন কমা এবং ঢিমেতালে বাড়া লগ্নির জেরে অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে এই আর্থিক বৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৪.৭%।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ মার্চ ২০১৪ ০৭:৩৭
Share:

আসন্ন লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের দুশ্চিন্তা আরো বাড়িয়ে ১০ মাসেই বাজেটের হিসাব ছাড়িয়ে গেল রাজকোষ ঘাটতি। হতাশ করেছে জাতীয় আয় বা জিডিপি বৃদ্ধির হারও। শিল্পোৎপাদন কমা এবং ঢিমেতালে বাড়া লগ্নির জেরে অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে এই আর্থিক বৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৪.৭%।

Advertisement

শুক্রবার কন্ট্রোলার ও অডিটর জেনারেলের দেওয়া পরিসংখ্যানে চলতি ২০১৩-’১৪ অর্থবর্ষের এপ্রিল-জানুয়ারি, এই ১০ মাসেই রাজকোষ ঘাটতি হয়েছে ৫.৩২ লক্ষ কোটি টাকা। যেখানে গত সপ্তাহেই অন্তর্বর্তী বাজেটে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, সংশোধিত হিসাব অনুযায়ী এক বছরে ওই ঘাটতি ছোঁয়ার কথা ৫.২৪ লক্ষ কোটি টাকা।

অন্য দিকে, এ দিনই সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন (সি এস ও)-এর দাখিল করা তথ্য বলছে, ভারতের জিডিপি বৃদ্ধির হার অক্টোবর থেকে ডিসেম্বরে মাত্র ৪.৭%। জুলাই-সেপ্টেম্বরে ওই হার ছিল ৪.৮%, এপ্রিল-জুনে ৪.৪%। চলতি অর্থবর্ষের প্রথম ৯ মাসে বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.৬%।

Advertisement

সিএসও-র পূর্বাভাস অনুযায়ী, ২০১৩-’১৪ অর্থবর্ষের জন্য আর্থিক বৃদ্ধির হার ৪.৯% ছোঁয়ার কথা। সে ক্ষেত্রে অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে, অর্থাৎ জানুয়ারি-মার্চে বৃদ্ধির হারকে ছুঁতে হবে ৫.৭%।

বিশেষজ্ঞদের ধারণা, অক্টোবর-ডিসেম্বরে কৃষিতে উৎপাদন বৃদ্ধির হার ৩.৬% না-হলে জিডিপি বৃদ্ধির হার ৪.৭ শতাংশেরও নীচে নামত। গত অর্থবর্ষের একই সময়ে কৃষিতে বৃদ্ধির হার ছিল মাত্র ০.৮%। অন্য দিকে, চলতি অর্থবর্ষের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে কারখানায় উৎপাদন সরাসরি কমেছে ১.৯%।

সেনসেক্স ফের ২১ হাজারে। সেনসেক্স ফের ২১ হাজারের ঘরে। শুক্রবার সূচক উঠেছে ১৩৩.১৩ পয়েন্ট। থেমেছে ২১,১২০.১২ অঙ্কে। এই নিয়ে সপ্তাহের মোট পাঁচ দিনে সূচক বাড়ল মোট ৪১৯.৩৭ পয়েন্ট। বেড়েছে টাকাও। ২৩ পয়সা বেড়ে প্রতি ডলার হয়েছে ৬১.৭৫ টাকা, পাঁচ সপ্তাহে যা সর্বোচ্চ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement