মঙ্গলবারই শিল্প ও আর্থিক পুনর্গঠন পর্ষদের (বিআইএফআর) আওতায় এসে রুগ্ণ সংস্থার তকমা চেয়েছিল মদ প্রস্তুতকারক ইউনাইটেড স্পিরিটস (ইউএসএল)। আর তার একদিন পরেই বিবৃতি জারি করে নিজেদের আর্থিক স্বাস্থ্য নিয়ে লগ্নিকারীদের আশ্বস্ত করল সংস্থাটি। সেখানে তাদের দাবি, যে লোকসান এবং ৮৬% নিট সম্পদ মুছে যাওয়ার কথা বলা হয়েছে, তা গত ৩১ মার্চ শেষ হওয়া অর্থবর্ষের হিসাব। চলতি অর্থবর্ষে বরং টানা দু’টি ত্রৈমাসিকে নগদ মুনাফার মুখ দেখেছে সংস্থা। ফলে বিআইএফআরে গেলেও ভবিষ্যতে সংস্থার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ইউএসএল।