এমআই ৩আই স্মার্ট ব্যান্ড। ছবি এমআই-এর ওয়েবসাইট থেকে সংগৃহীত।
ভারতের বাজারে এমআই আনল ব্যান্ড ৩আই। বাজারে থাকা এমআই ব্যান্ড এইচআরএক্স মডেলের উন্নত ভার্সন এই ৩আই ব্যান্ড। বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে এমআই-এর ওয়েবসাইটে গিয়ে বুক করা যাবে স্মার্ট ব্যান্ডটি। ভারতের বাজারে এটির দাম রাখা হয়েছে ১২৯৯ টাকা।
এই স্মার্ট ব্যান্ডে রয়েছে, ০.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। সংস্থার দাবি, ৫০ মিটার গভীর জলে ১০ মিনিট ডুবিয়ে রাখলেও নষ্ট হবে না এই ব্যান্ড। এতে রয়েছে ক্যালোরি ট্র্যাকার, যা দিয়ে নিত্যদিন খরচ হওয়া ক্যালোরির হিসাব রাখা যাবে। কল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের নোটিফিকেশনও দেখা যাবে এই স্মার্ট ব্যান্ডে। ফোন এলে ধরাও যাবে এই ব্যান্ডের মাধ্যমে। তবে ৩আই ব্যান্ডের সবথেকে আকর্ষণীয় ফিচার হল ব্যাটারি লাইফ। সংস্থার দাবি অনুসারে, এক বার চার্জ দিলে ২০ দিন চলবে এটি।
এমআই সংস্থার তরফে জানা গিয়েছে, ভারতীয় ক্রেতাদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই স্মার্ট ব্যান্ড। তবে আপাতত কালো রঙের মডেলটিই পাওয়া যাবে বাজারে।
আরও পড়ুন: শিঙাড়া বিক্রির জন্য নিজেদের স্বপ্নের ফ্ল্যাটও বেচে দেন বেঙ্গালুরুর এই স্বামী-স্ত্রী
আরও পড়ুন: এক ধাক্কায় পাঁচটি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার