Indian Car Market

গাড়ি বিক্রি ও মজুতে আশঙ্কা

সংগঠনের প্রেসিডেন্ট মণীশ রাজ সিংহানিয়ার ব্যাখ্যা, মানুষের হাতে গাড়ি কেনার অর্থের অভাব, অতিরিক্ত বৃষ্টি, কর্মক্ষেত্রে অনিশ্চয়তা, বেতন বৃদ্ধির কম হারের মতো কারণে এই পরিস্থিতি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৫৬
Share:

—প্রতীকী চিত্র।

অগস্টে দেশে বিপণি থেকে যাত্রিবাহী গাড়ির বিক্রি এক বছর আগের তুলনায় প্রায় ৫% কমেছে। সংস্থাগুলি বিপণিতে গাড়ি পাঠানোর পরে তা বিক্রি হওয়ার সময় বেড়ে হয়েছে ৭০-৭৫ দিন। ফলে বিক্রেতাদের (ডিলার) হাতে গাড়ি জমে যাচ্ছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করে ডিলারদের সংগঠন ফাডা আশঙ্কা প্রকাশ করল।

এ দিন ফাডা জানিয়েছে, গত বছরের অগস্টে দেশে ৩.২৩ লক্ষ যাত্রিগাড়ির রেজিস্ট্রেশন হয়েছিল। এ বার নেমেছে ৩.০৯ লক্ষে। সংগঠনের প্রেসিডেন্ট মণীশ রাজ সিংহানিয়ার ব্যাখ্যা, মানুষের হাতে গাড়ি কেনার অর্থের অভাব, অতিরিক্ত বৃষ্টি, কর্মক্ষেত্রে অনিশ্চয়তা, বেতন বৃদ্ধির কম হারের মতো কারণে এই পরিস্থিতি। সামনে উৎসবের মরসুম। তা সত্ত্বেও ক্রেতাদের উৎসাহ দেখা যাচ্ছে না। ডিলারদের হাতে প্রায় ৭.৮ লক্ষ গাড়ি জমে গিয়েছে। যার মোট মূল্য ৭৭,৮০০ কোটি টাকা। কলকাতা ও শহরতলির ডিলাররা জানাচ্ছেন, তাঁদের অভিজ্ঞতাও ভাল নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন