World Bank

ভারতকে ‘আদর্শ লগ্নিস্থল’ বলল বিশ্ব ব্যাঙ্ক, অর্থনীতির শ্লথতা কাটার ইঙ্গিত দিল ডয়েশ ব্যাঙ্কের রিপোর্টও

বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা ও দেশে চাহিদা ঝিমিয়ে পড়ায় ভারতের অর্থনীতি অনেকটাই গতি হারিয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩২
Share:

ভারতকেই আদর্শ লগ্নিস্থল বলে মনে করছে বিশ্ব ব্যাঙ্ক। —ফাইল চিত্র।

চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের (অক্টোবর-ডিসেম্বর) জিডিপি সংক্রান্ত সরকারি পরিসংখ্যান প্রকাশের ঠিক আগে ভারতীয় অর্থনীতি সম্পর্কে আস্থার বার্তা দিলেন বিশ্ব ব্যাঙ্কের কর্তা।

বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা ও দেশে চাহিদা ঝিমিয়ে পড়ায় ভারতের অর্থনীতি অনেকটাই গতি হারিয়েছে। তবে এরই মধ্যে ভারতকেই আদর্শ লগ্নিস্থল বলে মনে করছে বিশ্ব ব্যাঙ্ক। আজ ‘অ্যাডভান্টেজ অসম ২.০’ বাণিজ্য সম্মেলনে এ দেশে বিশ্ব ব্যাঙ্কের ডিরেক্টর অগস্ত তানো কউমে অর্থনীতি নিয়ে আশা প্রকাশ করে লগ্নিকারীদের এখানে পুঁজি ঢালার ডাক দিয়েছেন।

বিশ্ব ব্যাঙ্ক কর্তা বলেন, ‘‘ভারতের আর্থিক বৃদ্ধির গতি নিয়ে উদ্বিগ্ন নই। জিডিপি বৃদ্ধির হার এক শতাংশ বিন্দু হেরফের হলেও আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবে না। সাম্প্রতিক পরিসংখ্যানে যদি কেউ চিন্তিত হন, তা হলে আমরা তাঁদের আশ্বস্ত করতে চাই। বিশ্বের নিরিখে ভারত একটি উজ্জ্বল আলো। আপনি যদি বিনিয়োগ করতে চান, তা হলে এখানে এসে করুন।’’ ঘটনাচক্রে আজই ডয়েশ ব্যাঙ্ক তাদের এক রিপোর্টে দাবি করেছে, শ্লথতা কাটছে ভারতীয় অর্থনীতির। অক্টোবর-ডিসেম্বরে জিডিপি বৃদ্ধির হার ৬.২ শতাংশে পৌঁছতে চলেছে।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন