প্রতীকী চিত্র।
প্রাইভেসি পলিসি এবং ব্যবহারের শর্ত আপডেট করল হোয়াটসঅ্যাপ। সাম্প্রতিক কালে এই অ্যাপ ব্যবহারাকারীদের ফোনে এই প্রাইভেসি পলিসির আপডেটের নোটিফিকেশন এসেছে। ফেসবুকের দেওয়া বিভিন্ন সার্ভিস হোয়াটসঅ্যাপে অন্তর্ভুক্তও হয়েছে বলে ওই আপডেটে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
মঙ্গলবার অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপে একটি ফুল স্ক্রিন নোটিস আসে প্রাইভেসি পলিসি সংক্রান্ত, সেখানে ‘এগ্রি’ বাটনও অপশন হিসাবে ছিল। হোয়াসটঅ্যাপ ব্যবহার করতে জেনে বা না জেনে অনেকেই তা গ্রহণ করেন। তাই কিছুটা চুপিসারেই প্রাইভেসি পলিসি আপডেট করে নিল ফেসবুক অধিকৃত ওই সংস্থা।
এর আগে আরও পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ। তাদের অ্যাপে পেমেন্ট অপশন আনা হয়েছে। এর জেরে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই করা যাবে লেনদেন। হোয়াসট্যাপের দাবি, ফেসবুকের বিভিন্ন প্রোডাক্টের সঙ্গে সংযোগ রক্ষা করতেই এই আপডেট।
গ্রাহকদের কাছে যে কারণে হোয়াটসঅ্যাপ সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছিল, সেই এন্ড টু এন্ড এনক্রিপশন-কেই হোয়াটসঅ্যাপ বদলে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ গ্রাহকদের সমস্ত তথ্য এ বার চলে যাবে ফেসবুকের হাতে।