Large Industries

বড় শিল্পের ক্ষেত্রেও দেশের সেরা তিনে ঢুকে পড়েছে বাংলা, দাবি মুখ্যমন্ত্রী মমতার

উল্লেখ্য, বড় শিল্পে লগ্নি টানতে সদিচ্ছার প্রশ্নে রাজ্য বাড়তি নম্বর পেয়েছে, দাবি চলতি অর্থবর্ষের জন্য ডিপিআইআইটি-র বার্ষিক রিপোর্টে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০৫:৪৩
Share:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ক্ষুদ্র, ছোট ও মাঝারি (এমএসএমই) শিল্পের পরে বড়গুলির ক্ষেত্রেও জাতীয় স্তরে রাজ্যের চোখে পড়ার মতো অগ্রগতির দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক্স হ‍্যান্ডলে তিনি জানান, কেন্দ্রের শিল্পোন্নয়ন এবং অভ্যন্তরীণ বাণিজ্য বিভাগের (ডিপিআইআইটি) সমীক্ষা অনুযায়ী, বড় শিল্প ক্ষেত্রেও দেশের মধ‍্যে প্রথম তিনে ঢুকে পড়েছে বাংলা। উল্লেখ্য, বড় শিল্পে লগ্নি টানতে সদিচ্ছার প্রশ্নে রাজ্য বাড়তি নম্বর পেয়েছে, দাবি চলতি অর্থবর্ষের জন্য ডিপিআইআইটি-র বার্ষিক রিপোর্টে।

Advertisement

এই প্রসঙ্গে ফের এ বছর বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনের (বিজিবিএস) সাফল্যের দাবি করেছেন মমতা। তবে সরকারি স্তরে বিজিবিএস সফল হওয়ার দাবি বারবারই উড়িয়ে বিরোধীরা প্রশ্ন তুলছেন বাস্তবে লগ্নি-প্রস্তাব কার্যকর হওয়া নিয়ে। প্রকৃত তথ‍্য জানাতে শ্বেতপত্র প্রকাশের দাবিও করেছিলেন তাঁরা। সেই দিক থেকে মমতার এই এক্স-বার্তা গুরুত্বপূর্ণ, মত আধিকারিকদের একাংশের। সম্প্রতি এমএসএমই-তে দেশের মধ‍্যে বাংলায় উল্লেখযোগ্য হারে কর্মসংস্থানের দাবি করেছিলেন মমতা। এ দিন তাঁর দাবি এল বড় শিল্প ঘিরে।

রাজ্য দাবি করেছিল, গত বছর পর্যন্ত হওয়া সাতটি বিজিবিএসে ১৯ লক্ষ কোটি টাকা লগ্নির প্রস্তাব এসেছে। মুখ‍্যমন্ত্রী বলেছিলেন, তার মধ্যে ১৩ লক্ষ কোটির প্রস্তাব কার্যকর হয়েছে। বাকি কাজ চলছে। এ বছরের সম্মেলনে দাবি, লগ্নি হতে পারে ৪.৪০ লক্ষ কোটি টাকা। পশ্চিমবঙ্গে আসতে আগ্রহী অনেক সংস্থাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement